Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Police: রাজ্য পুলিশে বড় রদবদল

WB Police: রাজ্য পুলিশে বড় রদবদল


nabanna
নবান্ন, কলকাতা


সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার আগে রাজ্য পুলিশে (West Bengal Police) বড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক পদে পরিবর্তন করা হল পুলিশ কর্তাদের।




সিআইডির এডিজি পদ থেকে সরিয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এডিজিতে আনা হয় জ্ঞানবন্ত সিংকে। এবার তাঁকে পাঠানো হল সশস্ত্র পুলিশের এডিজিতে। বিধাননগরের ডেপুটি কমিশনার প্রবীণ প্রকাশকে দার্জিলিং জেলার পুলিশ সুপার করা হয়েছে।ডায়মন্ড হারবার পুলিশ জেলার সুপারকেও সরানো হয়েছে। এসপি ধৃতিমান সরকার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার করা হয়েছে। পদোন্নতি হয়েছে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সাউথ) আকাশ মাঘারিয়ারও। প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




মুরলীধর রাওকে জয়েন্ট সিপি (অপরাধ দমন) থেকে গুরুত্ব বাড়িয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। তা ছাড়া জয়েন্ট সিপি শঙ্খশুভ্র চক্রবর্তীকে সরিয়ে জয়েন্ট সিপি (অপরাধ দমন)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।তাত্‍পর্যপূর্ণ ভাবে বদল করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকেও। জঙ্গিপুরের পুলিশ সুপার ছিলেন ভোলা পাণ্ডে। তাঁকে থার্ড বাটালিয়নের কমান্ডার করে পাঠানো হয়েছে। পরিবর্তে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার করা হয়েছে রাহুল গোস্বামীকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code