Mamata Banerjee: শাহরুখ নয়, এবার দেবকে পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাব মমতার
নবান্ন সভাগৃহে ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশনের বৈঠকে দেবকে রাখলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে (Dev Adhikari) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেখা যেত শাহরুখ খানকে এবার সেই আসনে দেবকে আনার প্রস্তাব।
বৈঠক চলাকালীনই দেবকে বাংলার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব দিয়ে মমতা বলেন, "আমাদের শাহরুখ আছে। একটা ভিডিও করে দিয়েছিল ও। কিন্তু ও তো খুব ব্যস্ত। সময় পায় না। দেব তুমি বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে একটু কাজ করবে!"
তিনি বলেন, "এই দেবকে বাংলার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করো তো তোমরা! আগে একটা ভাল করে পর্যটন নিয়ে ভিডিও বানিয়ে নাও। তার পর দেবরা মিলে করুক।"
এদিকে শাহরুখের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুব ভালো। বাংলার পর্যটন বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও দেখা গিয়েছে শাহরুখকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊