HS ENGLISH 2023 : রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের ইংরাজী পরীক্ষা, অন্ধকারে গ্রাম বাংলা

HS EXAM, loadshedding



আজ সন্ধ্যায় হঠাৎই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি। ঝড়-বৃষ্টিতে ক্ষতিগ্রস্থের খবরও মিলছে। সাথে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। আর তারপর থেকে অন্ধকারে গ্রাম বাংলা। দীর্ঘসময় জুড়ে লোডসেডিং চলছে। এদিকে আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা।



আগামীকাল ১৬ই মার্চ ২০২৩ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। ইংরাজী বিষয়ের পরীক্ষা রয়েছে। এমনিতেই বাংলা মাধ্যমের পরীক্ষার্থীদের একাংশ ইংরাজি বিষয়ে ভীতি রয়েছে। এর মাঝেই সন্ধ্যা থেকে লোডসেডিং-র জেরে সমস্যায় পড়েছে গ্রাম বাংলার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। মোমবাতি বা লন্ঠনে ভরসা করেই আগামীকালের প্রস্তুতি চলছে।



ইংরাজী পরীক্ষা নিয়ে একটা দুঃশ্চিন্তা কাজ করে বাংলা মাধ্যমের পরীক্ষার্থীর মধ্যে। যেহেতু আগামীকাল পরীক্ষা তাই আজ সবটা তৈরি করে নিতেই ব্যস্ত পরীক্ষার্থীরা। কিন্তু সেই প্রস্তুতিতে সমস্যা সৃষ্টি করলো লোডসেডিং। ফলে বেশ চিন্তিত পরীক্ষার্থীরা। মোমবাতি কিংবা লন্ঠনের টিমটিম আলোয় পড়াশুনা করতে ব্যাপক সমস্যায় পড়ছেন পরীক্ষার্থীদের একাংশ।



দীর্ঘ লোডসেডিং-র জেরে প্রস্তুতি নিতে কিছুটা সমস্যা হলেও যেমন হাল ছাড়েনি পরীক্ষার্থীরা তেমনি এনিয়ে ক্ষোভ তো রয়েছে মনেও। একটু ঝড়-বৃষ্টিতেই এরকম লোডসেডিং এর প্রভাবে তাঁদের পরীক্ষা প্রস্তুতি ক্ষতি করছে। অন্ধকার গ্রাম বাংলার পরীক্ষার্থীরা বেশ চিন্তিত ,আর তা নিয়ে ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন।