HS Sanskrit Suggestion-2023-উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন ২০২৩
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থিদের জন্য সংস্কৃত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঠিয়েছেন অভীজ্ঞ শিক্ষক পুতুল বর্মন ।
গদ্যাংশ ( যে-কোনো একটি )
আর্যাবর্তবর্ণনম্
১) আর্যাবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রমভট্ট করেছেন তা আলোচনা করো ?
২) আর্যাবর্তের বর্ণনা দাও ? অথবা আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও ?
৩) আর্যাবর্তের গ্রাম ও শহরে বর্ণনা দাও?
বনগতা গুহা
১)‘কশ্যপোহলিপর্বা চেতি সহদরৌ’-কশ্যপ ও অলিপর্বার সম্পর্ক এবং আর্থিক অবস্থার বর্ণনা দাও ?
২) “ততঃ পরং দৈবস্যায়ত্তম্ প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো ?
৩)‘বনগতাগুহা’ গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো ।
৪) বনগতা গুহা গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো ।
৫)‘দ্বারং চ সপদি সংবৃত্তম্”-- এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে ? দ্বারটি দ্রুত বন্ধ হল কেন ? ঘটনাটি বিবৃত করো ?
৬)‘অসৌ সপদি নিকটবর্তীনম্ মহীরুহম্ আরুহ' – মহীরুহ শব্দের অর্থ কী ? কে, কেন মহীরুহে আরোহণ করেছিল ? মহীরুহে আরোহণ করে সে কি দেখল ?
শ্রীগঙ্গাস্তোত্রম্
খ) পদ্যাংশ (যে-কোনো একটি )
১) শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তা লেখো ?
২) তুমসি গতির্মম খলু সংসারে - তুম্ বলতে কার কথা বলা হয়েছে ? তাঁর প্রতি কবির এরূপ আস্থার কারণ কী ?
৩) গঙ্গাস্তোত্রম্ এ গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখ ?
৪) শ্রীশঙ্করাচার্য গঙ্গার জলের মহিমা ও রূপের যে বর্ণনা দিয়েছেন তা সংক্ষেপে আলোচনা করো ।
৫) ভাগীরথী, ভীষ্মজননী, মুনিবরকন্যা - গঙ্গার তিনটি নামের তাৎপর্য বিশ্লেষণ করো ।”
শ্রীমদ্ভগবদ্গীতা
১) স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ – তাৎপর্য বর্ণনা করো ?
২) ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও ?
৩) ‘কর্মযোগ’ পাঠ্যাংশটির সারমর্ম নিজের ভাষায় লেখ ।
৪) ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা প্রদান করো ।
৫) যদ্ যদাচরতি শ্রেষ্ঠস্তত্তদেবেতরো জনঃ - তাৎপর্য লেখো ।
গ)
নাট্যাংশ (যে-কোনো একটি )
বাসন্তিকস্বপ্ন
১) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশে রাজা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো ।
২) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশে রাজা ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন নিজের ভাষায় বর্ণনা করো।
৩) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও ।
৪) “নাড়িকা-অপি যুগায়তে” - ব্যাখ্যা করো ।
৫)বাসন্তিকস্বপ্নম্ এর বিষয়বস্তু নিজের ভাষায় লেখো ?
৬) বাসন্তিকস্বপ্নম্ নাট্যাংশের নামকরণের সার্থকতা বনর্ণা করো ?
ঘ) সাহিত্যের ইতিহাস (যে-কোনো একটি )
১) প্রাচীন ভারতের আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো ?
২) প্রাচীন ভারতের গণিতচর্চা সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধরচনা করো ।
৩) প্রাচীন ভারতের গণিতচর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো ।
৪) আর্যভট্ট সম্পর্কে একটি নাতিদীর্ঘ প্রবন্ধ রচনা করো ?
৫) জয়দেব ও গীতগোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লেখো ?
৬) শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো ।
ঙ) ভাষাতত্ত্ব (যে-কোনো একটি )
১) কেতুম্ গুচ্ছ এবং সতম্ গুচ্ছ কী ? উদাহরণ সহ এদের পরিচয় দাও ?
২) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠির প্রধান বিভাজন কীসের ভিত্তিতে করা হয়েছে - উদাহরণসহ লেখো ?
৩) ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠিতে সংস্কৃতের স্থান উল্লেখ করো ?
চ) ভাবসম্প্রসারণ (যে-কোনো একটি )
১) দেশঃ পুণ্যতমোদ্দেশঃ কস্যাসৌ ন প্রিয়ো ভবেৎ
২) ন কর্মণামনারম্ভানৈষ্কর্ম্যং পুরুষোহশতে ।
৩) কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরন্ ।
৪) স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহঃ ।
৫) ত্বমসি গতিমম খলু সংসারে ।
৬) ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি ।
৭) নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায়ো হ্যকর্মণঃ ।
৮) তব কৃপয়া চেন্মাতঃ স্রোতঃ স্নাতঃ পুনরপি জঠরে সোহপি ন জাতঃ ।
ছ) অনুচ্ছেদ রচনা (যে-কোনো একটি )
১) তব প্রিয়ঃ কবিঃ ( মহাকবি কালিদাসঃ )
২) পরিবেশদূষণম্
৩) রামায়ণম্
৪) বিদ্যারত্নং মহাধনম্
৫) মম গ্রামঃ
৬) অর্ন্তজালম্
৭) রবীন্দ্রনাথঃ
৮)আস্মাকম্ বিদ্যালয়ঃ
৯) শারদোৎসবঃ /তব প্রিয়ঃ ঋতুঃ
১০) মহাভারতম্
১১) মম দেশঃ***
১২) ছাত্রজীবনম্
১৩) তব জীবনে স্মরনীয়ম্ দিনম
১৪) তব আদর্শ পুরুষঃ ( বিবেকানন্দঃ )
১৫) সংস্কৃতস্য উপযোগঃ / সংস্কৃত ভাষা
বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করো ( যে-কোনো একটি )
২০১৫ থেকে ২০১৯ সালের প্রশ্নপত্র ভালো করে দেখো ।
PART - B
MCQ, SAQ & ব্যাকারণের জন্য ২০১৫ থেকে ২০১৯ সালের প্রশ্নপত্র ভালো করে দেখো ।
0 মন্তব্যসমূহ
thanks