Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBBPE Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের নয়া FIR সিবিআইয়ের

WBBPE Scam: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের নয়া FIR সিবিআইয়ের


wbbpe cbi


রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক নেতা-মন্ত্রী সহ অনেকেই গ্রেপ্তার হয়েছেন। প্রতিনিয়ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে উঠে আসছে নানান তথ্য। এবার এরই মাঝে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের নয়া FIR সিবিআইয়ের ।

ani


সংবাদ সংস্থা ANI সূত্রে খবর- শনিবার রাতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) শিক্ষক নিয়োগের বিষয়ে (recruitment of Primary Teachers) অনিয়মের (allegation of irregularities) অভিযোগে ফের নতুন একটি এফআইআর (FIR) নথিভুক্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।


এদিকে দুর্নীতির কারনে যখন রাজ্যজুড়ে শিক্ষক পদ বাতিল হচ্ছে সেই মুহূর্তে বড় ঘোষণা করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চলতি বছর মে মাসের মধ্যেই প্রাথমিকে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।  সংবাদমাধ্যমে বলেন, ‘‘প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে এখনও সম্পূর্ণ রিপোর্ট পাইনি।  আমার কাছে যা খবর, মে মাসের মধ্যেই প্রাথমিকে ১২ হাজার নিয়োগ দিতে পারব।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code