HS Political Science Suggestions-2023 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্ভাব্য প্রশ্ন ২০২৩, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩,
উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩
১। জাতীয় স্বার্থ বলতে কি বোঝ? জাতীয় স্বার্থের উপাদানগুলি বিশ্লেষণ কর।
২। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো । ২+৬
৩। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ২+৬
৪। গান্ধীর রাজনৈতিক দর্শনের মুল সুত্র গুলি আলােচনা করাে।
৫। ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটির সংজ্ঞা সহ এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
৬। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
৭। দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
৮। রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ কর।
৯। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
১০। ক্রেতা আদালত কাকে বলে? ক্রেতা আদালতের উদ্দেশ্য কি? ক্রেতা আদালতের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা কর।
HS Political Science Suggestions-2023
PART-B
১। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১x২৪=২৪
ক] ‘ঠাণ্ডা লড়াই’ কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন-
ক] ওয়াল্টার লিপম্যান খ] বুলগানিন গ] জে ভি স্তালিন ঘ] চার্চিল
খ] কিউবা সংকট শুরু হয়-
ক] ১৯৫০ খ্রি খ] ১৯৫৫ খ্রি গ] ১৯৬২ খ্রি ঘ] ১৯৬৫ খ্রি
গ] ভারতের পররাষ্ট্রনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
ক] জোট নিরপেক্ষতা খ] বর্ণবাদ বিরোধিতা গ] নিরস্ত্রীকরণ ঘ] শান্তিবাদ
ঘ] “ আমরা কোন সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হল শক্তির পক্ষ ”- উক্তিটি করেন-
ক] ইন্দিরা গান্ধি খ] নেহেরু গ] মনমোহন সিং ঘ] বাজপেয়ী
ঙ] ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হল-
ক] ৩ জন খ] ৫ জন গ] ৭ জন ঘ] ৯ জন
চ] সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত-
ক] নতুন দিল্লীতে খ] ঢাকাতে গ] কলম্বোতে ঘ] কাঠমান্ডুতে
ছ] সার্কের প্রথম শীর্ষ সন্মেলন অনুষ্ঠিত হয়-
ক] ১৯৮২ সালে খ] ১৯৮৫ সালে গ] ১৯৮৭ সালে ঘ] ১৯৯১ সালে
জ] সাধারনসভাকে মূলত ‘বিশ্ববিবেকের কণ্ঠস্বর’ বলে চিহ্নিত করেছেন-
ক] গুডরিচ খ] নিকোলাস গ] অস্টিন ঘ] উইলসন
ঝ] বর্তমান অছি পরিষদের সংখ্যা হল-
ক] ৩ টি খ] ৫ টি গ] ৬ টি ঘ] ১০ টি
ঞ] UNESCO- এর কেন্দ্রীয় কার্যালয়টি অবস্থিত-
ক] প্যারিসে খ] ভেনিসে গ] ভিয়েতনামে ঘ] ওয়াশিংটনে
ট] সারা বিশ্বে ‘সন্মিলিত জাতিপুঞ্জ দিবস’ হিসাবে পালিত হয়-
ক] ১৪ আগস্ট খ] ৫ সেপ্টেম্বর গ] ২৪ অক্টোবর ঘ] ২১ ডিসেম্বর
ঠ] দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অন্যতম প্রধান সমর্থক হলেন-
ক] ব্রাইস খ] আবেসিয়ে গ] ল্যাস্কি ঘ] ফ্র্যাঙ্কলিন
ড] ‘বিচারপতিদের স্থায়িত্ব শাসন ব্যবস্থার উৎকর্ষের অন্যতম পরিচায়ক’- এই মন্তব্য করেছেন-
ক] ল্যাস্কি খ] গার্নার গ] গোখেল ঘ] হ্যামিল্টন
ঢ] বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির প্রয়োগ দেখা যায়-
ক] ব্রিটেনে খ] মার্কিন যুক্তরাষ্ট্রে গ] ভারতে ঘ] কোনটিতেই নয়
ণ] মন্তেস্কুর ‘Spirit of the laws’ গ্রন্থটি প্রকাশিত হয়-
ক] ১৭৪৮ সালে খ] ১৮৪৮ গ] ১৮৯০ ঘ] ১৮৪৬ সালে
ত] আমলাতন্ত্র প্রাধান্য পায়-
ক] উদারনৈতিক গনতন্ত্রে খ] সমাজতান্ত্রিক গনতন্ত্রে গ] প্রত্যক্ষ গনতন্ত্রে ঘ] দলগত একনায়কতন্ত্রে
থ] এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে-
ক] ভারতে খ] ফ্রান্সে গ] ইংল্যান্ডে ঘ] নিউজিল্যান্ডে
দ] রাজ্যপাল দায়বদ্ধ থাকেন-
ক] রাজ্যবিধান সভার কাছে খ] মন্ত্রী পরিষদের কাছে গ] প্রধানমন্ত্রীর কাছে ঘ] রাষ্ট্রপতির কাছে
ধ] লোকসভার নেতা বা নেত্রী হলেন-
ক] লোকসভার অধ্যক্ষ খ] প্রধানমন্ত্রী গ] রাষ্ট্রপতি ঘ] উপরাষ্ট্রপতি
ন] রাজ্যসভার একজন সদস্যের কার্যকালের মেয়াদ-
ক] ২ বছর খ] ৫ বছর গ] ৬ বছর ঘ] ৭ বছর
প] পশ্চিমবঙ্গে আইনসভার দ্বিতীয় কক্ষের বিলোপসাধন হয়-
ক] ১৯৫৯ সালে খ] ১৯৬৯ সালে গ] ১৯৭৫ সালে ঘ] ১৯৮৪ সালে
ফ] গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারদের নিয়ে গঠিত হয়-
ক] গ্রাম সংসদ খ] গ্রাম সভা গ] গ্রাম উন্নয়ন সমিতি ঘ] যৌথ সমিতি
ব] বর্তমানে কলকাতা পৌর নিগমের স-পরিষদ মেথরের সদস্য সংখ্যা হল-
ক] সর্বাধিক ১০ খ] ১২ গ] সর্বাধিক ১২ ঘ] ১৪
ভ] জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন-
ক] সভাধিপতি খ] BDO গ] SDO ঘ] জেলাশাসক
HS Political Science Suggestions-2023
২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও[বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়]ঃ ১x১৬=১৬
১] কাদের মধ্যে ঠাণ্ডা লড়াই হয়েছিল?
অথবা, ঠাণ্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি?
২] NATO জোটের পাল্টা জোটের নাম কি?
৩] কবে সার্ক গঠিত হয়?
৪] বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি?
অথবা, জোট নিরপেক্ষতার মূল উৎস কি?
৫] একমেরু বিশ্ব বলতে কি বোঝ?
৬] সাধারন সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন?
৭] সন্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
৮] BRICS কি?
৯] CTBT কি?
১০] কমনওয়েলথ কি?
অথবা, সন্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে?
১১] রাজ্যের প্রকৃত শাসক কে?
অথবা, রাজ্যবিধান সভার নেতা কে?
১২] পশ্চিমবঙ্গ পৌরসভার আয়ের একটি উৎস লেখো।
অথবা, পৌরসভার আবশ্যিক একটি কাজ উল্লেখ করো।
১৩] ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন?
১৪] কলকাতা কর্পোরেশনের সভার কাজ কে পরিচালনা করেন?
১৫] গ্রাম সভা কাকে বলে?
অথবা, বরো কমিটি কাকে বলে?
১৬] ‘জিরো আওয়ার’ এর সময়সীমা কত?
১৭] B.D.O -র পুরো কথাটি কি?
১৮] প্রধানের অনুপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলি কে সম্পাদনা করে।
১৯] হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন?
২০] হাইকোর্ট কীভাবে গঠিত হয় ?
২১] লোক আদালত গঠনের উদ্দেশ্য কি?
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊