HS Political Science Suggestions-2023 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্ভাব্য প্রশ্ন ২০২৩, রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩,

HS Political Science Suggestions-2023



উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন ২০২৩

১। জাতীয় স্বার্থ বলতে কি বোঝ? জাতীয় স্বার্থের উপাদানগুলি বিশ্লেষণ কর।
২। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো । ২+৬
৩। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ২+৬
৪। গান্ধীর রাজনৈতিক দর্শনের মুল সুত্র গুলি আলােচনা করাে।
৫। ক্ষমতা স্বতন্ত্রীকরণ তত্ত্বটির সংজ্ঞা সহ এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
৬। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
৭। দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
৮। রাজ্য প্রশাসনে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিশ্লেষণ কর।
৯। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা কর।
১০। ক্রেতা আদালত কাকে বলে? ক্রেতা আদালতের উদ্দেশ্য কি? ক্রেতা আদালতের ক্ষমতা ও কার্যাবলী ব্যাখ্যা কর।

HS Political Science Suggestions-2023

PART-B

১। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ ১x২৪=২৪

ক] ‘ঠাণ্ডা লড়াই’ কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন-
ক] ওয়াল্টার লিপম্যান খ] বুলগানিন গ] জে ভি স্তালিন ঘ] চার্চিল


খ] কিউবা সংকট শুরু হয়-
ক] ১৯৫০ খ্রি খ] ১৯৫৫ খ্রি গ] ১৯৬২ খ্রি ঘ] ১৯৬৫ খ্রি


গ] ভারতের পররাষ্ট্রনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল-
ক] জোট নিরপেক্ষতা খ] বর্ণবাদ বিরোধিতা গ] নিরস্ত্রীকরণ ঘ] শান্তিবাদ


ঘ] “ আমরা কোন সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হল শক্তির পক্ষ ”- উক্তিটি করেন- 
ক] ইন্দিরা গান্ধি খ] নেহেরু গ] মনমোহন সিং ঘ] বাজপেয়ী


ঙ] ন্যায় পঞ্চায়েতের সদস্য সংখ্যা হল-
ক] ৩ জন খ] ৫ জন গ] ৭ জন ঘ] ৯ জন


চ] সার্কের স্থায়ী সচিবালয় অবস্থিত-
ক] নতুন দিল্লীতে খ] ঢাকাতে গ] কলম্বোতে ঘ] কাঠমান্ডুতে


ছ] সার্কের প্রথম শীর্ষ সন্মেলন অনুষ্ঠিত হয়-
ক] ১৯৮২ সালে খ] ১৯৮৫ সালে গ] ১৯৮৭ সালে ঘ] ১৯৯১ সালে



জ] সাধারনসভাকে মূলত ‘বিশ্ববিবেকের কণ্ঠস্বর’ বলে চিহ্নিত করেছেন-
ক] গুডরিচ খ] নিকোলাস গ] অস্টিন ঘ] উইলসন


ঝ] বর্তমান অছি পরিষদের সংখ্যা হল-
ক] ৩ টি খ] ৫ টি গ] ৬ টি ঘ] ১০ টি


ঞ] UNESCO- এর কেন্দ্রীয় কার্যালয়টি অবস্থিত-
ক] প্যারিসে খ] ভেনিসে গ] ভিয়েতনামে ঘ] ওয়াশিংটনে


ট] সারা বিশ্বে ‘সন্মিলিত জাতিপুঞ্জ দিবস’ হিসাবে পালিত হয়-
ক] ১৪ আগস্ট খ] ৫ সেপ্টেম্বর গ] ২৪ অক্টোবর ঘ] ২১ ডিসেম্বর


ঠ] দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার অন্যতম প্রধান সমর্থক হলেন-
ক] ব্রাইস খ] আবেসিয়ে গ] ল্যাস্কি ঘ] ফ্র্যাঙ্কলিন



ড] ‘বিচারপতিদের স্থায়িত্ব শাসন ব্যবস্থার উৎকর্ষের অন্যতম পরিচায়ক’- এই মন্তব্য করেছেন-
ক] ল্যাস্কি খ] গার্নার গ] গোখেল ঘ] হ্যামিল্টন


ঢ] বর্তমানে ক্ষমতা স্বতন্ত্রীকরন নীতির প্রয়োগ দেখা যায়-
ক] ব্রিটেনে খ] মার্কিন যুক্তরাষ্ট্রে গ] ভারতে ঘ] কোনটিতেই নয়


ণ] মন্তেস্কুর ‘Spirit of the laws’ গ্রন্থটি প্রকাশিত হয়-
ক] ১৭৪৮ সালে খ] ১৮৪৮ গ] ১৮৯০ ঘ] ১৮৪৬ সালে


ত] আমলাতন্ত্র প্রাধান্য পায়-
ক] উদারনৈতিক গনতন্ত্রে খ] সমাজতান্ত্রিক গনতন্ত্রে গ] প্রত্যক্ষ গনতন্ত্রে ঘ] দলগত একনায়কতন্ত্রে


থ] এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে-
ক] ভারতে খ] ফ্রান্সে গ] ইংল্যান্ডে ঘ] নিউজিল্যান্ডে


দ] রাজ্যপাল দায়বদ্ধ থাকেন-
ক] রাজ্যবিধান সভার কাছে খ] মন্ত্রী পরিষদের কাছে গ] প্রধানমন্ত্রীর কাছে ঘ] রাষ্ট্রপতির কাছে


ধ] লোকসভার নেতা বা নেত্রী হলেন-
ক] লোকসভার অধ্যক্ষ খ] প্রধানমন্ত্রী গ] রাষ্ট্রপতি ঘ] উপরাষ্ট্রপতি


ন] রাজ্যসভার একজন সদস্যের কার্যকালের মেয়াদ-
ক] ২ বছর খ] ৫ বছর গ] ৬ বছর ঘ] ৭ বছর


প] পশ্চিমবঙ্গে আইনসভার দ্বিতীয় কক্ষের বিলোপসাধন হয়-
ক] ১৯৫৯ সালে খ] ১৯৬৯ সালে গ] ১৯৭৫ সালে ঘ] ১৯৮৪ সালে


ফ] গ্রাম পঞ্চায়েতের প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটারদের নিয়ে গঠিত হয়-
ক] গ্রাম সংসদ খ] গ্রাম সভা গ] গ্রাম উন্নয়ন সমিতি ঘ] যৌথ সমিতি


ব] বর্তমানে কলকাতা পৌর নিগমের স-পরিষদ মেথরের সদস্য সংখ্যা হল-
ক] সর্বাধিক ১০ খ] ১২ গ] সর্বাধিক ১২ ঘ] ১৪

ভ] জেলাপরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন-
ক] সভাধিপতি খ] BDO গ] SDO ঘ] জেলাশাসক



HS Political Science Suggestions-2023

২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও[বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়]ঃ ১x১৬=১৬

১] কাদের মধ্যে ঠাণ্ডা লড়াই হয়েছিল?
অথবা, ঠাণ্ডা লড়াইয়ের বিপরীত অবস্থার নাম কি?

২] NATO জোটের পাল্টা জোটের নাম কি?

৩] কবে সার্ক গঠিত হয়?

৪] বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি?
অথবা, জোট নিরপেক্ষতার মূল উৎস কি?

৫] একমেরু বিশ্ব বলতে কি বোঝ?

৬] সাধারন সভার অধিবেশনে কতজন সভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন?

৭] সন্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।

৮] BRICS কি?

৯] CTBT কি?

১০] কমনওয়েলথ কি?
অথবা, সন্মিলিত জাতিপুঞ্জের সনদে কটি ধারা আছে?

১১] রাজ্যের প্রকৃত শাসক কে?
অথবা, রাজ্যবিধান সভার নেতা কে?

১২] পশ্চিমবঙ্গ পৌরসভার আয়ের একটি উৎস লেখো।
অথবা, পৌরসভার আবশ্যিক একটি কাজ উল্লেখ করো।

১৩] ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন?

১৪] কলকাতা কর্পোরেশনের সভার কাজ কে পরিচালনা করেন?

১৫] গ্রাম সভা কাকে বলে?
অথবা, বরো কমিটি কাকে বলে?

১৬] ‘জিরো আওয়ার’ এর সময়সীমা কত?

১৭] B.D.O -র পুরো কথাটি কি?

১৮] প্রধানের অনুপস্থিতিতে গ্রাম পঞ্চায়েতের কার্যাবলি কে সম্পাদনা করে।

১৯] হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত স্বপদে বহাল থাকেন?

২০] হাইকোর্ট কীভাবে গঠিত হয় ?

২১] লোক আদালত গঠনের উদ্দেশ্য কি?