উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩, HS History Suggestion 2023 

উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩, HS History Suggestion 2023

বহুনির্বাচিত প্রশ্ন ও উত্তর

১। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? 

উত্তরঃ প্যারিস

২। 'ইতিহসাওমালা' কে রচনা করেন? 

উত্তরঃ  উইলিয়াম কেরি

৩। 'early history of india' গ্রন্থের রচয়িতা-

উত্তরঃ ভিনসেন্ট স্মিথ

৪। দক্ষিনারঞ্জন বসুর 'ছেড়ে আসা গ্রাম' হল একটি-

উত্তরঃ  স্মৃতিকথা


৫। 'সব ইতিহাসই সমকালীন ইতিহাস'- এটি কার উক্তি?

উত্তরঃ ক্রোচের

৬। 'দেশভাগ-স্মৃতি আর স্তব্ধতা' -এর লেখক-

উত্তরঃ  সেমন্তী ঘোষ 

৭। ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন-

উত্তরঃ  রমেশচন্দ্র মজুমদার

৮। 'মিথ' শব্দটি এসেছে 'মিথোস' থেকে, যেটি একটি 

উত্তরঃ  গ্রীক শব্দ

৯। কলহনের 'রাজতরঙ্গিনী' গ্রন্থে কোন অঞ্চলের ইতিহাস আছে- 

উত্তরঃ  কাশ্মীর

১০। মান্না-দের  'জীবনের জলসাঘরে' কি ধরণের রচনা?

উত্তরঃ  স্মৃতিকথা মূলক


১১। 'ইতিহাস একটি বিজ্ঞান' এর বেশিও নয়, কমও নয়' -এটি কার উক্তি?

উত্তরঃ  বিউরি

১২। 'একাত্তরের ডায়েরি' নামক স্মৃতিকথার রচয়িতা-

উত্তরঃ  সুফিয়া কামাল

১৩। ভারতের প্রাচীনতম জাদুঘরটি হল-

উত্তরঃ  ভারতীয় জাদুঘর

১৪। 'ফোর্ট উইলিয়াম কলেজের (১৮০০ খ্রিঃ) প্রতিষ্ঠাতা হলেন-

উত্তরঃ  লর্ড ওয়েলেসলি

১৫। 'রায়ত ওয়ারি' বন্দোবস্ত চালু করেন- 

উত্তরঃ  টমাস মন্‌রো


১৬। ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়-

উত্তরঃ   মহারাষ্ট্রে

১৭। 'poverty and un british rule in india' গ্রন্থটি রচনা করেন-

উত্তরঃ   দাদাভাই নওরোজি

১৮। 'নানকিং' চুক্তি (১৮৪২) সাক্ষরিত হয়-

উত্তরঃ   চিন ও ইংল্যান্ডের মধ্যে

১৯। ভারতে ব্রিটিশ শাসনের 'ইস্পাত কাঠামো' বলা হয়-

উত্তরঃ   আমলাতন্ত্রকে 

২০। কে বাংলায় দ্বৈত শাসনব্যবস্থার অবসান (১৭৭২) ঘটান?

উত্তরঃ   ওয়ারেন হেস্টিংস


২১। 'শিমনো শেকির চুক্তি' (১৮৯৫) স্বাক্ষরিত হয়-

উত্তরঃ   চিন-জাপানের মধ্যে

২২। চিন-ইউরোপের বানিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়-

উত্তরঃ  ক্যান্টন বন্দরের মধ্যদিয়ে

২৩। লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা হল-

উত্তরঃ দশশলা ব্যবস্থা

২৪। রেগুলেটিং আইন পাস হয়েছিলো-

উত্তরঃ ১৭৭৩ সালে

২৫। 'বোর্ড অফ রেভিনিউ' গঠন করেন- 

উত্তরঃ  ওয়ারেন হেস্টিংস


২৬। বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না? 

উত্তরঃ সিরাজ উদ দৌলা

২৭। ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত-

উত্তরঃ  নানা ফড়নবীশ

২৮। কোন ইউরোপীয় বনিকরা প্রথম ভারতে আসেন-

উত্তরঃ পর্তুগীজরা

২৯। 'তুহুফত-উল-মুয়াহিদ্দিন'-এর প্রণেতা 

উত্তরঃ  রাজা রামমোহন রায়

৩০। রামমোহন রায় আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন- 

উত্তরঃ ১৮১৫ সাল

৩১। দক্ষিনের বিদ্যাসাগর বলা হয়- 

উত্তরঃ বীরসা লিঙ্গম পান্তুলুকে 

৩২। ভারতের প্রথম ট্রেক ইউনিয়ন (১৯১৮) কোনটি?

উত্তরঃ  মাদ্রাজ লেবার ইউনিয়ন

৩৩। গুজরাটের খেড়া জেলার দরিদ্র কৃষকরা কি নামে পরিচিত?

উত্তরঃ  কুনবি

৩৪। চিনে ৪ ঠা মে আন্দোলনে 'ডিউেগুয়ো' স্লোগানের অর্থ-

উত্তরঃ  দেশকে রক্ষা করো

৩৫। আধুনিক ভারতের ইরাসমাস বলা হয়-

উত্তরঃ  রামমোহন রায়কে

৩৬। 'তত্ত্ব বোধিনী' পত্রিকা প্রকাশ করেন- 

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর

৩৭। বাংলায় পঞ্চাশের মন্বন্তর (১৯৪৩) বিষয়ক কোন গ্রন্থটি সরকার নিষিদ্ধ করে -

উত্তরঃ ক্ষুধার্ত বাংলাঃ ১৯৪৩ মভেম্বরে মেদিনীপুর ভ্রমণ

৩৮। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন (১৯২৮ খ্রিঃ) -

উত্তরঃ  বল্লভভাই প্যাটেল

৩৯। ভারতে একটি যুক্তরাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়-

উত্তরঃ  ১৯৩৫ -ভারত শাসন আইন

৪০। নবান্ন নাটকটির রচয়িতা-

উত্তরঃ  বিজন ভট্টাচার্য


৪১। রাওলাট কমিশনের (১৯১৯) অপর নাম-

উত্তরঃ  সিডিশন কমিশন

৪২। কোন আইনের দ্বারা 'ভাইসরয়' পদের (প্রথম ভাইসরয়- লর্ড ক্যানিং) সৃষ্টি হয়-

উত্তরঃ ১৮৫৮-ভারত শাসন আইন

৪৩। গান্ধীজী প্রবর্তিত 'হরিজন' এর অর্থ-

উত্তরঃ  ঈশ্বরের সন্তান

৪৪। দ্য ইন্ডিয়ান মুসলমানস' গ্রন্থের রচয়িতা 

উত্তরঃ উইলিয়াম উইলসন হান্টার

৪৫। লখনউ চুক্তি (১৯১৬ খ্রিঃ) সম্পাদিত হয়-

উত্তরঃ  জাতীয় কংরেস-মুসলিম লিগ


৪৬। ১৯৪৩ এর বাংলার দুর্ভিক্ষের সময় (বঙ্গাব্দ ১৩৫০) ভারতের ভাইসরয় ছিলেন-

উত্তরঃ ওয়াভেল

৪৭। 'ভাইকম সত্যাগ্রহের(১৯২৪) অন্যতম নেতা ছিলেন-

উত্তরঃ  শ্রী নারায়ণ গুরু 

৪৮। ভারতে প্রথম 'মে' দিবস পালিত হয়-

উত্তরঃ  ১৯২৩ খ্রিঃ 

৪৯। সীমান্ত গান্ধী নামে পরিচিত-

উত্তরঃ আব্দুল গফফর খান

৫০। 'INDIA TODAY' রচয়িতা-

উত্তরঃ রজনীপান দত্ত


৫১। ১৯০৬ খ্রিঃ সিমলা দৌত্যের উদ্যোগ নেন-

উত্তরঃ  আগা খাঁ 

৫২। now or never পুস্তিকা লেখেন-

উত্তরঃ চৌধুরী রহমত আলি

৫৩। মুসলিম লিগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবী তোলা হয়?

উত্তরঃ লাহোর


অতি সংক্ষিপ্ত উত্তর দাওঃ ১X১৬=১৬

১। অন্ধকূপ হত্যা কি?

২। ভারতের কোলকাতায় প্রথম কবে সুপ্রিমকোর্ট প্রতিষ্ঠিত হয়? 

৩। এজেন্সি ব্যবস্থা কাকে বলে?

৪। অবশিল্পায়ন বলতে কি বোঝ ? 

৫। গ্যারান্টি ব্যবস্থা কি?

৬। কে কবে TISCO প্রতিষ্ঠা করেন?

৭। কোন ভূমি ব্যবস্থায় জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দেওয়া হয়েছিল?

৮। কবে, কাদের মধ্যে বেসিনের চুক্তি হয়েছিল?

৯। কাও-তাও প্রথা কি?

১০। ঔপনিবেশিক ভারতে সম্পদের বহির্গমন কি ছিল?

১১। কোন আইনে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বানিজ্যের অধিকার বন্ধ হয়?

১২। নানকিং সন্ধির (১৮৪২) দুটি শর্ত লেখ।

১৩। বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল?

১৪। জুডিশিয়াল মার্ডার কোন ঘটনাকে বলা হয়?

১৫। দ্বৈতশাসন কি?

১৬। আলিনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল?

১৭। সর্বশেষ চার্টার আইন কি?

১৮। পলাশির লুন্ঠন কি?

১৯। চীনের রুদ্ধদার নীতি কি?

২০। তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল?

২১। বক্সার প্রোটকল কি?

২২। কবে পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়?

২৩। ভারতের সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে?

২৪। সূর্যাস্ত আইন কি?

২৫। ক্যান্টন বানিজ্য কাকে বলে?

২৬। ফারুখ শিয়রের ফরমান কি?

২৭। সাউকার কাদের বলা হয়?

২৮। উডের ডেসপ্যাচ কি?

২৯। স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লিখো।

৩০। ৪ ঠা মের আন্দোলন কি?

৩১। সান ইয়াৎ সেন প্রস্তাবিত তিনটি নীতি কি? 

৩২। দিকু কারা?

৩৩। তিন আইন কি?

৩৪। নব্যবঙ্গ কারা?

৩৫। স্যাডলার কবে কেন গঠিত হয়?

৩৬। আলেকজান্ডার ডাফ কে?

৩৭। চুক্তবদ্ধ শ্রমিক কাদের বলা হয়?

৩৮। চুইয়ে পড়া নীতি কি?

৩৯। দলিত কাদের বলা হয়?

৪০। আর্যসমাজ কবে কে প্রতিষ্ঠা করেন?

৪১। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

৪২। দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি?

৪৩। ঔপনেবেশিক ভারতে দেশীয় রাজ্য বলতে কি বোঝায়?

৪৪। মর্লে মিন্টো আইনের দুটি ত্রুটি কি?

৪৫। ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? তিনজন সদস্যের নাম লিখ। 

৪৬। হও-চিন-মিন কে?

৪৭। লিনলিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব কি?

৪৮। ওয়াভেল পরিকল্পনা কি?

৪৯। সি আর ফর্মূলা কি? 

৫০। গণপরিষদ কি?


রচনাধর্মী প্রশ্ন

দুটি বিভাগ থেকে আন্তত দুটি করে মোট পাঁচটি লিখতে হবে। ৮X৫=৪০


১। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝ? অতীত বিষয়ে মানুষের ধারনাকে এরা কীভাবে রূপদান করে?

২। পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? একজন ঐতিহাসিককে ইতিহাস রচনায় কি কি নীতি অনুসরন করতে হবে?

৩। কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীর মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। লোককথার গুরুত্ব কী ?


৪। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।

৫। রেগুলেটিং অ্যাক্ট ও পিটের ভারত শাসন আইন পর্যালোচনা করো।

৬। চীনের ৪ ঠা মে আন্দোলনের উত্থান ও গুরুত্ব বিশ্লেষণ করো।


৭। ব্রিটিশ শাসনাকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও।

৮। বাংলার নবজাগরনের প্রকৃতি আলোচনা করো। এর সীমাবদ্ধতা কী ছিল?

৯। ১৯৩৫ খ্রিঃ ভারত শাসন আইনের শর্তাবলী আলোচনা করো। এই আইনের গুরুত্ব কি ছিল?

১০। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের (১৯১৯) বৈশিষ্ট গুলি লেখ। এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো।

১১। রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? এই আইনের শর্তাবলী উল্লেখ করো। এই আইনের বিরুদ্ধে ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল?

১২। ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারন ও ফলাফল আলোচনা করো।

১৩। ভারতছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাতপর্য আলোচনা করো। এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো।

১৪ । নানকিং সন্ধি ও ভিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো।


১৫। ঠাণ্ডা লড়াই বলতে কী বোঝ। বিশ্ব রাজনীতিতে এর প্রভাব বর্ণনা করো।

 HS Political Science Suggestions-2023 উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সম্ভাব্য প্রশ্ন ২০২৩