DA issue: Bengal govt employees to now go for ‘digital non-cooperation’

women protest
file photo


গত ১০ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটে ব্যাপক সাড়া পড়েছে। তবে থেমে নেই সংগ্রামী যৌথ মঞ্চ, আনুষ্ঠানিক ভাবে আগামী ১৮ তারিখ থেকে ডিজিটাল স্ট্রাইক (Digital Strike) শুরু করতে চলেছে।


সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনর বলেছেন 'ডিজিটাল স্ট্রাইক' (Digital Strike) অর্থাৎ নিজেদের নেট, টাকা ও অতিরিক্ত সময় খরচ করে WhatsApp জাতীয় ডিজিটাল প্লাটফর্মে আর কোনো কাজ করা হবে না। তিনি সমস্ত সরকারি কর্মচারীদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপও পরিত্যাগ করার প্রস্তাব রেখেছেন।'


জানাগেছে "ডিজিটাল স্ট্রাইক"(Digital Strike) - ১৮ই মার্চ থেকে শুরু হবে, সমস্ত উর্দ্ধতন কর্তৃপক্ষের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লেফট নেবে সকলে এবং ছুটির দিনে ও ওয়ার্কিং আওয়ারের বাইরে হোয়াটসঅ্যাপ মাধ্যমে কোন নির্দেশ মোতাবেক কাজ না করার সিদ্ধান্ত গৃহীত হয়।


নতুন এই ডিজিটাল ধর্মঘটের সম্পর্কে এক বিজ্ঞপ্তিতে সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছেন, কীভাবে সংঘটিত হবে এই আন্দোলন।


নির্দেশিকা অনুসারে, আগামী ১৮.০৩.২০২৩ থেকে এই Digital Non Cooperation শুরু করবেন সরকারি কর্মচারী শিক্ষকরা :


সরকারি কর্মচারী :-
১. ব্যক্তিগত ফোনে দপ্তরের অফিসিয়াল কাজকর্মের জন্য উর্ধতন কর্তৃপক্ষের ফোন ধরবেন না। আদেশ গ্রহণ করার প্রশ্নই নেই।


২. এই মুহূর্তে দপ্তরের উর্ধতনের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে লেফট নিয়ে নিন।


৩. সকাল ১০.৩০ এর আগে এবং সন্ধ্যে ৫.৩০ টার (Office hours) পরে ঊর্ধ্বতনের কোনও নির্দেশ গ্রহণ করবেন না। সেই মোতাবেক কাজ উঠিয়ে দেবার প্রশ্নই নেই।


৪. ছুটির দিনে সরকারি কাজ কোনও শর্তেই করবেন না।


৫. নিজস্ব ফোন, কম্পিউটার ও ডেটা ব্যবহার করে কোনো কাজ করবেন না।


৬. অনলাইন মিটিং অফিস সময়ের বাইরে করবেন না।


উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা :-


১. ব্যক্তিগত ফোনে স্কুলের অফিসিয়াল কাজকর্মের জন্য উর্ধতন কর্তৃপক্ষের ফোন ধরবেন না। আদেশ গ্রহন করবার প্রশ্নই নেই।


২. এই মুহূর্তে ঊর্ধ্বতনের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে লেফট নিয়ে নিন ।


৩. সকাল ১০.৩০ এর আগে এবং বিকেল ৪.৩০ টার (School hours) পরে ঊর্ধ্বতনের কোনও নির্দেশ গ্রহণ করবেন না। সেই মোতাবেক কাজ উঠিয়ে দেবার প্রশ্নই নেই।


৪. ছুটির দিনে সরকারি কাজ কোনও শর্তেই করবেন না।


৫. নিজস্ব ফোন, কম্পিউটার ও ডেটা ব্যবহার করে কোনো কাজ করবেন না।


৬. অনলাইন মিটিং অফিস সময়ের বাইরে করবেন না।




প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা :-

১. ব্যক্তিগত ফোনে স্কুলের অফিসিয়াল কাজকর্মের জন্য উর্ধতন কর্তৃপক্ষের ফোন ধরবেন না। আদেশ গ্রহণ করার প্রশ্নই নেই।


২. ১৮.০৩,২০২৩ তারিখে ঊর্ধ্বতনের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে লেফট নিয়ে নিন।


৩. সকাল ১০.৩৫ এর আগে এবং বিকেল ৪.০০ টার পরে ঊর্ধ্বতনের কোনও নির্দেশ গ্রহণ করবেন না। সেই মোতাবেক কাজ উঠিয়ে দেবার প্রশ্নই নেই ।


৪. ছুটির দিনে সরকারি কাজ কোনও শর্তেই করবেন না।


৫.বাংলা শিক্ষা পোর্টালের কোনো কাজ নিজস্ব ফোন, কম্পিউটার ও ডেটা ব্যবহার করে করবেন না।


৬.অনলাইন মিটিং অফিস সময়ের বাইরে করবেন না।


৭. স্কুল পিছু কম্পিউটার জানা ক্লার্ক নিয়োগ করুক, যারা ডিজিটাল কাজ করবে।