ফের কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্না তৃণমূলের

Central Minister Jan barla


ডুয়ার্স, জয়ন্ত বর্মণ

ফের কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্না তৃণমূলের । দ্বিতীয় দফার ধর্না কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক সংগঠন। 



বুধবার ডুয়ার্সের বানারহাট ব্লকের লক্ষীপাড়া চা বাগানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসে তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব এবং কর্মীরা। 



কেন্দ্রীয় বাজেটে চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা পাস হওয়ার টাকার হিসেব, পিএফ দুর্নীতি, চা বাগানে কর্মীদের অবসরের বয়স ৫৮ বছর থেকে বৃদ্ধি সহ মোট চার দফা দাবিতে এদিন ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 



উল্লেখ্য কিছুদিন আগেও কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে এই একই দাবিতে ধর্নায় বসেছিলেন চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তবে প্রথম দফার আন্দোলনে কোন সমস্যার সমাধান না হওয়ায় আজ দ্বিতীয় দফার ধর্না কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 



এই দিনের এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন জলপাইগুড়ি জেলা আইএনটিটিইউসির সভাপতি রাজেশ লাকড়া। আগামী ৬ তারিখ পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 



যদিও দুদিন আগে ডুয়ার্সের বানারহাটে এসে তৃণমূলের এই ধর্ণার রাজনীতিকে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।