অ্যাডিনো ভাইরাসের উপসর্গ কোচবিহারেও ! একাধিক উদ্যোগ নিল MJN Medical College
adenovirus in west bengal: রাজ্যজুড়েই অ্যাডিনো ভাইরাসে (adeno virus)আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। কোচবিহার জেলাতেও এই রোগের (adeno virus) উপসর্গ নিয়ে হাসপাতালে হাজির হচ্ছে শিশুরা, পরিস্থিতি সামাল দিতে একাধিক উদ্যোগ নিল এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিন একটি সাংবাদিক সম্মেলন করে রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন বিশেষ করে শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে এবং এই ধরনের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসবে তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা রাখছি।
তিনি জানান, হাসপাতালে ২৪ ঘন্টাই এমার্জেন্সিতে একজন শিশুরোগ বিশেষজ্ঞ থাকবে। এছাড়াও শিশুদের জন্য পৃথকভাবে একটি বহির্বিভাগ খোলা হচ্ছে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে বলেন পার্থপ্রতিম রায়।
পাশাপাশি হাসপাতালের এমএসভিপি ছাড়াও শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার কল্যাণব্রত মন্ডল উপস্থিত ছিলেন এদিনের এই সাংবাদিক বৈঠকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊