DA Protest: ডিএ-র দাবিতে কর্মবিরতিতে সামিল কর্মীদের বেতন কাটার নির্দেশ 


WB DA Strike


ডিএ-র (DA) দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ উচ্চ শিক্ষা দপ্তরের। জানা যাচ্ছে অর্থ দফতরের কাছে তালিকা পাঠানো হয়েছে। বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। তার আগে ৯ই মার্চ কড়া বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় বেতন কাটা হবে। সেই বিজ্ঞপ্তির প্রেক্ষিতেই কাটা হবে বেতন।




বকেয়া ডিএ-র দাবিতে গত ১০ই মার্চ ধর্মঘটের ডাক দেয় রাজ্য সরকারি কর্মীরা। এরপর, রাজ্যের তরফে ৯ই মার্চ কড়া বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় ধর্মঘটে কেউ অংশগ্রহণ করলে তাঁকে শোকজ করা হবে পাশাপাশি বেতন কাটার কথাও জানানো হয়েছে।



এদিকে, ডিএ আন্দোলনের মধ্যেই ১০ অফিসারের বদলি নির্দেশিকার জারি করা হয়েছে। উত্তরবঙ্গ থেকে ৪ অফিসারকে বদলি করা হয়েছে নবান্নে। নবান্ন থেকে ৬ অফিসারকে বদলি করা হয়েছে প্রত্যন্ত এলাকায়। এই বদলির নির্দেশের পরেই ধর্মঘটে যোগ দেওয়ায় বদলি করা হয়েছে, দাবি আন্দোলনকারীদের। যদিও প্রশাসনের দাবি রুটিন বদলি।