আইনশৃঙ্খলা জনিত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নয় সিভিক, সিভিক ভলান্টিয়ারে কড়া রাজ্য
সিভিক ভলান্টিয়ারদের দিয়ে জেলায় শিক্ষকতা করার সিদ্ধান্ত নিয়ে তোলপাড় উঠেছিল রাজ্যজুড়ে। তীব্র সমালোচনার মুখে পড়তে হয় রাজ্যকে। শিক্ষক হিসেবে সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। সাথে অতীতের অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই আবহে সার্কুলার জারি করলো রাজ্য।
এদিকে ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতোই শুক্রবার সার্কুলার জারি করা হয়েছে। সেই সার্কুলারে জানানো হয়েছে আইনশৃঙ্খলা জনিত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে সিভিক ভলান্টিয়ারদের রাখা যাবে না।
নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়ার। পাশাপাশি বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে সাহায্যকারীর ভূমিকায় থাকবেন সিভিক ভলান্টিয়াররা। তবে নির্দেশিকায় যে বিষয়টি সবচেয়ে নজর কেড়েছে, তা হল, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না। একেবারে স্পষ্ট ভাষায় এই নির্দেশ দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊