DA আন্দোলনের মঞ্চে বসে আছে চোর-ডাকাতরা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Chief Minister Mamata Banerjee


শহীদ মিনার চত্ত্বরে মহার্ঘ ভাতা সহ একাধিক ইস্যুতে আন্দোলন চলছে দীর্ঘদিন থেকে। আজ কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নামঞ্চ থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন-  “যে চোর ডাকাতগুলো চিরকুটে চাকরি পেয়েছিল সব গিয়ে ডিএ-র (DA Agitation) ওখানে বসে রয়েছে। তাঁদের কাছে আমায় জ্ঞান শুনতে হবে? সব চোর-ডাকাত।”


এদিন তিনি আরও বলেন "প্রতিদিন আপনারা ওখানে গিয়ে এই চাই, এখানে গিয়ে এই চাই...চোর-ডাকাতগুলো। যে চোর-ডাকাতগুলোর তালিকা রয়েছে।" এসব কথা বলার সঙ্গেই মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে একটা কাগজ তুলে দেখান।


এ দিন মমতা আরও বলেন, "যারা আজ ইডি-সিবিআই-বিএসএফের হয়ে বাড়াবাড়ি করছে, তারা আগে রাজনীতি করত না। আমি বলব, চাকরি জীবন কিন্তু পড়ে আছে, চড়া সুরে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আন্দোলন করছেন, আমরা দিচ্ছি, কিন্তু কেউ পেনশনও দিচ্ছে না। যত যা কাগজ বেরোচ্ছে, সব করছে সিপিএম-কোঅর্ডিনেশন কমিটি করছে। বাম আমলের কোনও ফাইল পাবে না, সব পুড়িয়ে দিয়েছে। পেনশন নিয়ে একটু নাড়াচাড়া করি?"

মমতার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন DA আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ১২ বছর হয়ে গিয়েছে ক্ষমতায় এসেছে তৃণমূল। তালিকা থাকলে এতদিন তদন্ত হল না কেন, প্রশ্ন তুলেছেন তাঁরা।

সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারী কিঙ্কর অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উদ্দেশে যে ভাষা প্রয়োগ করেছেন সেটা তিনি করতে পারেন! তবে আমাদের রুচিতে বাঁধছে।' আমরা যদি চোর-ডাকাত হই, উনি তো প্রশাসনের শীর্ষ জায়গায় আছেন, ওনার অনেক ক্ষমতা, ওনার হাতে পুলিস-প্রশাসন আছে, তবে এই চোর ডাকাতকে তিনি ধরছেন না কেন? চিরকুটে চাকরি পেয়ে থাকলে তদন্ত করুন, তদন্ত করে সবটা বার করুন, সবটাই তো ওনার হাতে।'

সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন- "ডি এ আন্দোলনকারীদের চোর ডাকাত বললেন মুখ্যমন্ত্রী । তার নিজের সরকারি কর্মচারীদের যে মহামন্ত্রী চোর-ডাকাত বলে দাগিয়ে দিতে পারেন, এটা তার মস্তিষ্ক বিকৃতি'র স্পষ্ট লক্ষ্মণ'ই বটে।"