পাবলিক প্রসিকিউটর শ্যামল কুমার গাঙ্গুলীর দ্রুত অপসারণের দাবীতে স্মারকলিপি
পাবলিক প্রসিকিউটর শ্যামল কুমার গাঙ্গুলীর দ্রুত অপসারণের দাবীতে জেলা বিচারক সহ জেলাশাসকের কাছে স্মারকলিপি দিলেন বর্ধমান জেলা আদালতের এপিপিরা। প্রায় ৩০জন এপিপি এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন।
বর্ধমান আদালতের এপিপি সদন তা, সিনিয়র এপিপি বিশ্বজিত দাস প্রমুখরা জানিয়েছেন, বর্তমান পিপির জন্য সরকারের মুখ পুড়ছে। কার্যত তিনি যেভাবে পিপি পদে বসেছেন তা বৈধও নয়। এদিন জেলা বিচারক সহ জেলাশাসকের কাছে এব্যাপারে স্মারকলিপি দিয়েছেন এপিপিরা। প্রায় ৩০জন এপিপি এই স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। ফলে এবিষয়ে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সদন তা-রা জানিয়েছেন, পিপি সিভিক ভলেণ্টিয়ার এবং পুলিশ অফিসারদের দ্বারা প্ররোচিত হচ্ছেন। তাঁদের কথায় চলছেন। একইসঙ্গে এপিপিদের সঙ্গে অভব্য আচরণ মাত্রাছাড়া হয়ে উঠেছে। সবমিলিয়ে সরকারের মুখ পুড়ছে একাধিক মামলায়। এই অবস্থায় এই পিপিকে দ্রুত অপসারণ করা না হলে আরও বড় ক্ষতি হয়ে যাবে।
এদিকে, এই বিষয় সম্পর্কে খোদ পিপি শ্যামল কুমার গাঙ্গুলীকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, এব্যাপারে তিনি কিছু বলবেন না। যে যা করছে করুক, তাঁর কিছু যায় আসে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊