Finance Bill 2023: লোকসভায় পাশ করানো হল ২০২৩-এর আর্থিক বিল

Finance Bill 2023: লোকসভায় পাশ করানো হল ২০২৩-এর আর্থিক বিল

FM


লোকসভায় পাশ করানো হল ২০২৩-এর আর্থিক বিল। আজ লোকসভায় ৬৪ সংশোধনী বিল সহ ২০২৩-এর আর্থিক বিল পাশ করানো হল। স্বল্পমেয়াদি মূলধন লাভ হিসাবে ডেবট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে কর দেওয়ার সরকারের পদক্ষেপ সংশোধনীতে রয়েছে বলে জানা গেছে।



হিন্ডেনবার্গ কাণ্ডের পরে আদানির সংস্থার বিরুদ্ধে অভিযোগ নিয়ে জেপিসি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি) তদন্তের দাবিতে কার্যত হট্টগোল হয়েছিল সংসদে। সেই সময়ে কার্যত আলোচনা ছাড়াই পাশ হয়েছে এই আর্থিক বিল।



অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি কর্মচারীদের পেনশন সমস্যাগুলি দেখার জন্য অর্থ সচিবের অধীনে একটি কমিটি গঠনের ঘোষণা করেন এদিন। পাশাপাশি, বিদেশ ভ্রমনে ক্রেডিট কার্ডের লেনদেন খতিয়ে দেখবে আরবআই।



অর্থমন্ত্রী ৬৪টি সরকারী সংশোধনী পেশ করেন ফিনান্স বিলে যা ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট প্রস্তাবের সঙ্গেই পেশ করা হয়েছিল। বিলে নতুন ২০টি নতুন সেকশন ঢোকানো হয়েছে। এখন রাজ্যসভায় যাবে অর্থবিল।

Post a Comment

thanks