মর্মান্তিক দূর্ঘটনা, আহত শিশু, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
অনুপম রায়, রাজগঞ্জঃ
জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা - গেটবাজার সড়কে ফের মর্মান্তিক দূর্ঘটনা। দূর্ঘটনায় গুরুতর ভাবে আহত এক শিশু। আশঙ্কাজনক ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটি নাগাদ মান্তাদারি এলাকায় ঘটেছে। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ মান্তাদারি এলাকার রিকি রায় ( ৫ ) নামে একটি ছোট্ট শিশু হেটে হেটে বাড়ির সামনের একটি দোকানে খরচ আনতে যায়। যাওয়ার পথে বেলকোবা থেকে গেটবাজার গামী একটি চার চাকার সুইপ ডিজার সজরে শিশুটিকে পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর ভাবে আহত হয় ওই শিশুটি। তড়িঘড়ি আশঙ্কাজনক ভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে ঘটনা ঘটার পর থেকেই ক্ষোভে ফেটে পরেন জনতা। ওই এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
প্রায় এক ঘন্টা বিক্ষোভ করার পর পুলিশ উপস্থিতি দেখতে না পেয়ে শিলিগুড়ি - গজলডোবা সড়কের গেট বাজার মোড়ে ফের পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। তবে এবার ঘটনাস্থলে পৌছায় মিলনপল্লী ফাড়ির পুলিশ। দীর্ঘক্ষণ আলোচনার পর অবরোধ উঠিয়ে নেয় বিক্ষোভকারীরা।
এমনিতেই দিনটি রবিবার তারমধ্যে গজলডোবায় এসে বাড়ি যাওয়ার পথে গেটবাজারে পথ অবরোধে বিড়ম্বনার মধ্যে পরতে হয় পর্যটকদের।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊