PSC WBCS: পাবলিক সার্ভিস কমিশনে সিভিল সার্ভিসের আবেদন শুরু কবে থেকে? বিজ্ঞপ্তি দিল PSC 




WEDT BENGAL PUBLIC SERVICE COMMISSION
ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর সিভিল সার্ভিস এক্সামিনেশন (WBCS) ২০২৩ এ নিয়োগে আগামী ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ থেকে আবেদন গ্রহন শুরু হবে‌। এনিয়ে বিজ্ঞপ্তি জারি করলো পিএসসি। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর সিভিল সার্ভিস এক্সামিনেশন (WBCS) ২০২৩ এ অংশগ্রহন করতে অধীর অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা। অবশেষে আজ বিজ্ঞপ্তি জারি বোর্ডের।




ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে -

আবেদন গ্রহন শুরুর তারিখ- ২৮ই ফেব্রুয়ারি ২০২৩

আবেদন গ্রহন শেষের তারিখ - ২১শে মার্চ ২০২৩

অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ- ২২শে মার্চ ২০২৩

এডিট উইন্ডো- ৩১শে মার্চ ২০২৩ থেকে ৬ই এপ্রিল ২০২৩




বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের ওয়েবসাইটে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে 28 ফেব্রুয়ারী, 2023 তারিখ থেকে https://wbpsc.gov.in-এ। আবেদন করার আগে পরীক্ষা, প্রার্থীদের 'One Time Registration' অনুযায়ী নিজেদের তালিকাভুক্ত করতে হবে একই ওয়েবসাইটের মাধ্যমে। যারা ইতিমধ্যেই এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন একই ওয়েবসাইট (যেমন https://wbpsc.gov.in) আর একবার নথিভুক্ত করতে হবে না।