WB Budget: কর্মসংস্থান থেকে ডিএ, লক্ষ্মীর ভাণ্ডার থেকে রাস্তা- রাজ্য বাজেটে একাধিক চমক

WB budget



সামনেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে তার আগে একগুচ্ছ বাজেট রাজ্যের। আজ দুপুরে বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন। আর সেই বাজেটে রইল একাধিক চমক। বাড়লো সরকারী কর্মীদের ডিএ। পাশাপাশি পড়ুয়াদের বাড়তি আর্থিক সাহায্য থেকে ৬০ পেরোলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের সরাসরি বার্ধক্য ভাতা।




রাজ্য বাজেট

ডিএ বৃদ্ধি

'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ বৃদ্ধি পেল। মা মার্চ মাস থেকে কার্যকর হবে।

রাস্তা

'গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প, যেখানে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ।

তরুণদের আর্থিক সহায়তা প্রকল্প

১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্পে ৩৫০ কোটি টাকা বরাদ্দ। ১৮-৪৫ বছরের মধ্যে যাঁরা স্বনিযুক্তি প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা ঋণ পাবেন।

বার্ধক্য ভাতা

৬০ বছর অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের অধীনে থাকা মহিলাদের সরাসরি বার্ধক্য ভাতা পাওয়ার সুযোগ।

বাড়ল বিধায়ক ভাতা

বিধায়ক তহবিলের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।

স্ট্যাম্প ডিউটিতে বাড়ল ছাড়

বাড়ি-ঘর ক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।

কর্মসংস্থান

দেউচা পাঁচামিতে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান। বানতলা লেদার হাবে ৩ লক্ষ কর্মসংস্থান




এছাড়াও এদিনের বাজেটে জানানো হয় রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে। অনগ্রসর এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য মেধাশ্রী ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশে পশ্চিমবঙ্গ প্রথমস্থানে। 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শস্যবীমা চালুর ফলে কৃষি উৎপাদন নজিরবিহীনভাবে বেড়েছে। বিধানসভায় বাজেট পেশের মাঝে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী।