Mamata Banerjee: 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট': মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 

Cm

আজ বাজেট পেশ হল বিধানসভায়। রাজ্যের বাজেট পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সামনেই পঞ্চায়েত নির্বাচন রাজ্যে তার আগে একগুচ্ছ বাজেট রাজ্যের। আজ দুপুরে বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন। আর সেই বাজেটে রইল একাধিক চমক। বাড়লো সরকারী কর্মীদের ডিএ। পাশাপাশি পড়ুয়াদের বাড়তি আর্থিক সাহায্য থেকে ৬০ পেরোলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা মহিলাদের সরাসরি বার্ধক্য ভাতা।



বাজেট পেশের পর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি রাজ্যের অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের সর্বস্তরের মানুষদের কথা ভাবা হয়েছে বাজেটে। আর্থিক সীমিত ক্ষমতার মধ্যে, কেন্দ্র সরকারের বঞ্চনা সত্ত্বেও আমরা যতটা পেরেছি, করেছি'।




মমতার কথায়, "আমরা চেষ্টা করেছি উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। আর্থিক অনেক অসুবিধা রয়েছে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৬ পে কমিশন তৈরি করেছিল সেই অনুযায়ী কাজ হচ্ছে। আমাদের কর্মীরা ১০ বছরে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ব্যাঙ্কক, ভুটান, বাংলাদেশ যেতে পারেন। সেই সব সুযোগ-সুবিধা আছে। এই বাজেটে কৃষক-যুবকরাও সুবিধা পাবেন। এর ফলে কোটি কোটি ছেলেমেয়েদের কর্মসংস্থান হবে বিভিন্ন কাজের মাধ্যমে। আমাদের লক্ষ্য হল কর্মসংস্থান বৃদ্ধি।'