বকেয়া ডিএ-র (DA) দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের

DA



বকেয়া ডিএ-র (DA) দাবিতে ফের কর্মবিরতির ডাক আন্দোলনকারীদের। গতকালই রাজ্য বাজেটে ৩% ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু ৩ শতাংশ ডিএ-প্রাপ্তিতে খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। আর তাই ২০, ২১ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক যৌথ মঞ্চের। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।




গতকালই রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধির ঘোষনা দিয়েছেন। যা মার্চ থেকে কার্যকর হবে। কিন্তু খুশি নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। এবার আন্দোলনে অনড় থেকে কর্ম বিরতির ডাক দিল কর্মী সংগঠন।




কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয় ৩৫ শতাংশ। এখন মূল বেতনের ৩ শতাংশ হারে DA পান রাজ্য সরকারি কর্মীরা। তার সঙ্গে আরও ৩ শতাংশ, অর্থাৎ মূল বেতনের ৬ শতাংশ হাতে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ফলে কেন্দ্র রাজ্যের ডিএ-র পার্থক্য দাঁড়ালো ৩২ শতাংশ।