Mamata Banerjee: ‘ভবিষ্যৎ’ প্রকল্পে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

Cm mamata




‘ভবিষ্যৎ’ প্রকল্পে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালকেই বাজেটে বিপুল কর্মসংস্থানের ঘোষনা দিয়েছে রাজ্য। আগামী পাঁচ বছরের জন্য 'ভবিষ্যৎ' প্রকল্প আনছে সরকার। আজ ফের একবার 'ভবিষ্যৎ' প্রকল্পের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।



বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, আগামী পাঁচ বছরের জন্য 'ভবিষ্যৎ' প্রকল্প আনছে তাঁর সরকার। তার আওতায় ব্যবসার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন দেশের যুবসমাজ। আর তাঁদের হয়ে গ্যারান্টার হবে রাজ্য সরকার। ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় টাকাও দিয়ে দেবে রাজ্য (Bhobisyot Credit Card Scheme)। 



মমতা বলেন, "আগামী পাঁচ বছর ২ লক্ষ যুবক, যাঁরা ব্যবসা করতে চান, তাঁদের ৫ লক্ষ টাকার স্মার্ট কার্ড দেওয়া হবে। এর নাম ভবিষ্যৎ। সেটি দিয়ে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। সরকার তাঁদের হয়ে গ্যারান্টারের ভূমিকায় থাকবে। ২৫ হাজার টাকার সিডমানিও (ব্যবসা শুরুর পুঁজি) দিয়ে দেবে রাজ্য।"



মমতা জানান, এই প্রকল্পের নাম রাখা হয়েছে ভবিষ্যৎ। ব্যবসায় ইচ্ছুক যুবসমাজ আবেদন করতে পারেন। দোকান, হোটেল বা অন্য যে কোনও ব্যবসা করা যাবে ওই ঋণের টাকায়। মমতা বলেন, "মানুুষকে জীবনের সুরক্ষাপ্রদানই আমাদের কাজ। আপনারা সুরক্ষিত থাকলে, তবেই ভাল থাকব আমরা।"