সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী স্বরা
সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী স্বরা। নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজেই সেকথা জানালেন স্বরা।
নিজের ট্যুইটার ও ইন্সটাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে এই সুখবর নিজের ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।ভিডিওতে জানা যাচ্ছে এবছরই ৬ই জানুয়ারী আইনিভাবে বিয়ে সেরে ফেলেছিলেন অভিনেত্রী। ফাহাদের উদ্দেশ্যে স্বরা ভালবেসে লিখেছেন, 'It’s chaotic but it’s yours'.
তিনি আরও লেখেন, "কখনও কখনও আপনি এমন কিছু খুঁজছেন যা আপনার পাশে ছিল। আমরা প্রেম খুঁজছিলাম, কিন্তু আমরা প্রথমে বন্ধুত্ব পেয়েছি। এবং তারপরে আমরা একে অপরকে পেয়েছি!আমার হৃদয়ে স্বাগত @ফাহাদজিরারআহমদ।''
স্বরার এই পোস্টের উত্তরে ফাহাদ আহমেদও টুইটারে ভিডিও পোস্টটি শেয়ার করে লিখেছেন,"I never knew chaos can be so beautiful. Thank you for holding my hand love @ReallySwara
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊