শিক্ষকদের বকেয়া নিয়ে বড় মন্তব্য বিচারপতি মান্থার
শিক্ষকদের বকেয়া নিয়ে বড় মন্তব্য করলেন কলকাতা উচ্চ আদালতের বিচারপতি রাজশেখর মান্থা। শিক্ষকদের নিয়ে সরকারকে বেশি সচেতন থাকার পরামর্শ দিলেন বিচারপতি। বছরের পর বছর শিক্ষকদের কাছ থেকে পরিষেবা নিয়েছেন। আর বকেয়া আর্থিক পাওনা দেওয়ার সময় তাঁদের হেনস্থা করছেন? কাল যখন আপনার সঙ্গে হবে তখন কী করবেন? হাইকোর্টে উপস্থিত স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশে এমনি মন্তব্য করলেন বিচারপতি।
স্কুল পরিদর্শক ও জেলাশাসকদের উদ্দেশে বিচারপতির মন্তব্য, কী করছেন? আপনাদের এই আমলাতন্ত্র আদালত মানতে নারাজ। সরকারি বিভিন্ন বিভাগের ফাইল স্থানান্তরের জন্য শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন না। দ্রুত বকেয়া মেটানোর চেষ্টা করুন।
কর্মজীবন শেষে অবসরকালীন আর্থিক সুবিধা না পাওয়ার অভিযোগে এক অবসরপ্রাপ্ত শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন। বকেয়া মেটানোর নির্দেশ দিলেও বহু অবসারপ্রাপ্ত শিক্ষক তাঁদের পাওনা ঠিকমতো পাচ্ছেন না বলে ফের অভিযোগ ওঠে! শুক্রবার এ নিয়ে আদালত অবমাননার একাধিক মামলার শুনানি ছিল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে।
আবেদনকারী অবসরপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত বকেয়া মেটানোর নির্দেশ দেন বিচারপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊