ICDS SUPERVISOR RESULTS OUT, click here for result 



ICDS সুপারভাইজার পদের ফল প্রকাশ করলো পাবলিক সার্ভিস কমিশন। গত ২৭শে জানুয়ারি ২০২৩-এ রেজাল্ট প্রকাশ করার কথা থাকলেও সেদিন প্রকাশিত হয়নি ফল। ফল প্রকাশ করা হল আজ। ICDS এর চূড়ান্ত তালিকায় মোট ২৯৩১ জন প্রার্থীর নাম রয়েছে।


WBPSC এর ICDS Supervisor পদে ইন্টারভিউ দিয়ে চূড়ান্ত তালিকার অপেক্ষায় ছিলেন অনেকেই। অবশেষে সেই অপেক্ষার অবসান। এখন আপনি পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিমেষেই জানতে পারবেন ফল। অথবা নিচের দেখা লিঙ্কে ক্লিক করে ICDS SUPERVISOR পদের চূড়ান্ত তালিকা দেখতে পারেন-