কোচবিহার থেকে চালু বিমান পরিষেবা, মাত্র ৯৯৯ টাকায় যাওয়া যাবে কোলকাতা

Coochbehar Airport



কোচবিহার, ৩ ফেব্রুয়ারিঃ অবশেষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কোচবিহার থেকে চালু হতে চলেছে বিমান পরিষেবা। আজ বিমান বন্দরে এসে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। 



নিশীথ প্রামানিক জানান, চলতি মাসে ১৫ ফেব্রুয়ারি থেকে বিমান পরিষেবা চালু হবে। কোচবিহার থেকে কলকাতা ,জামশেদপুর হয়ে ভুবনেশ্বর পর্যন্ত বিমান পরিষেবা মিলবে। প্রতিদিন বেলা ১২ টা ১০ মিনিটে কোচবিহারে বিমান অবতরণ করবে। আবার ১২ টা ৩০ মিনিটে ওই বিমান ছেড়ে কলকাতার উদ্যেশ্যে রওনা হবে। দুই ঘণ্টারও কম সময়ে ওই বিমান কোচবিহার থেকে কোলকাতায় পৌঁছাবে। শুধু তাই নয় এদিনটি তিনি আরো জানালেনহ প্রথম তিন মাসের জন্য বিমান ভারা মাত্র ৯৯৯ টাকা করা হয়েছে। কোচবিহার বিমান বন্দরের রানওয়ে ছোট হওয়ায় আপাতত ৯ আসন বিশিষ্ট বিমান নামানো হবে। আহমেদাবাদের একটি কোম্পানি ওই বিমান চালাবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এদিন জানিয়েছেন। 
 


২০১৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পরেই বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক বিমান পরিষেবা চালু করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেই সময় বিমান পরিষেবা আর চালু করা যায়নি। জানা যায় রাজ্যের সাথে নিরাপত্তা জনিত সমস্যার জেরেই সেই পদক্ষেপ হয়নি। কিন্তু এবার কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে অধীনে রাজ্যের সাথে যোগাযোগ করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন।



কোচবিহারে রাজ আমলে বিমান বন্দর তৈরি হয়েছিল এমনকি এক সময় নিয়মিত বিমান পরিষেবা চালু ছিল। কিন্তু বাম আমলে ওই পরিষেবা বন্ধ হয়ে যায়। তখন থেকেই বারবার বিমান পরিষেবা চালুর দাবি উঠলেও ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর একাধিকবার বিমান পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু দুই একদিন পরিষেবা দেওয়ার পর আবার তা বন্ধ হয়ে গিয়েছে। এবার সরাসরি কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে বিমান চালুর উদ্যোগ নেওয়ায় নিয়মিত পরিষেবা পাওয়া যাবে বলে আশাবাদী কোচবিহারের মানুষ।