Latest News

6/recent/ticker-posts

Ad Code

Nisith Pramanik: তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার বুড়িরহাট, আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ভাঙলো TMC-র পার্টি অফিস

Nisith Pramanik: তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত দিনহাটার বুড়িরহাট, আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ভাঙলো TMC-র পার্টি অফিস  



দিনহাটা:

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার বুড়িরহাট বাজার। শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) নির্ধারিত সূচি সেরে বুড়িরহাট বাজার থেকে চলে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিন্তু আধ ঘণ্টার মধ্যে ফের তিনি বিজেপির কর্মী সমর্থক দের নিয়ে বুড়িরহাট বাজারে আসেন। এরপরেই বিজেপি কর্মীরা তেড়ে আসে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। অপরপ্রান্তে থাকা তৃণমূল কংগ্রেস কর্মীরা পাথর ছোড়া শুরু করলে বিজেপি কর্মীরাও পাল্টা পাথর ছোড়া শুরু করে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারায় এলাকা।

people



বোমাবাজি শুরু হয় এরই মধ্যে। দুই পক্ষের পাথর বাজি রুখতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানো গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। তৃণমূলের পাথর বাজিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) কনভয় আক্রান্ত হয়, ভেঙে যায় তার গাড়ির কাঁচ। বেশ কয়েকজন সাংবাদিকের গায়েও পাথরের ঢিল লাগে বলে জানা যায়। আরও পড়ুনঃ Dinhata News: দিনহাটার বুড়িরহাটের ঘটনা নিয়ে কড়া বিবৃতি দিলেন রাজ্যপাল

people


প্রায় আধ ঘণ্টা ধরে এই উত্তপ্ত পরিস্থিতি চলে। এরপর তৃণমূল কর্মীরা এলাকা থেকে সরে গেলে তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাংচুর ও প্রায় ২০ টি বাইক ভাঙচুর চালায় বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code