Dinhata News: উত্তপ্ত দিনহাটার বুড়িরহাট, বাড়ি ফিরতে আতঙ্কিত মাধ্যমিক পরীক্ষার্থীরা 



দিনহাটা

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার বুড়িরহাট বাজার। শনিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্ধারিত সূচি পর বুড়িরহাট বাজারে বিজেপি-তৃণমূল কংগ্রেস কর্মীরা পাথর ছোড়াছোড়ি শুরু করলে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারায় নেয় এলাকা। বোমাবাজি শুরু হয় এরই মধ্যে। দুই পক্ষের পাথর বাজি রুখতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানো গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। তৃণমূলের পাথর বাজিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয় আক্রান্ত হয়, ভেঙে যায় তার গাড়ির কাঁচ। 

people



বেশ কয়েকজন সাংবাদিকের গায়েও পাথরের ঢিল লাগে বলে জানা যায়। প্রায় আধ ঘণ্টা ধরে এই উত্তপ্ত পরিস্থিতি চলে। এরপর তৃণমূল কর্মীরা এলাকা থেকে সরে গেলে তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাংচুর ও প্রায় ২০ টি বাইক ভাঙচুর চালায় বিজেপি এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

burirhat people



এই ঘটনা চলাকালীন সময়েই শেষ হয় মাধ্যমিক পরীক্ষাও। এই অশান্তির জেরে সমস্যায় পড়ে বুড়িরহাট প্রাণেশ্বর উচ্চ বিদ্যালয় ও বাসন্তীরহাট উচ্চ বিদ্যালয়ের সেন্টারের পরীক্ষার্থীরা। আরও পড়ুনঃ Dinhata News: দিনহাটার বুড়িরহাটের ঘটনা নিয়ে কড়া বিবৃতি দিলেন রাজ্যপাল

রীতিমতো সৃষ্টি হয় আতঙ্ক। বাড়ি ফেরা নিয়ে চিন্তিত হয়ে পড়েন পরীক্ষার্থীরা। বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে বাসন্তীরহাট ও নাজিরহাট স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা ছিল অন্যদিকে বাসন্তীরহাটে বুড়িরহাট ও নাজিরহাট এর পরীক্ষার্থীদের পরীক্ষা ছিল। বুড়িরহাট বাজারে এই অশান্তির জেরে বাড়ি ফিরতে সমস্যায় পড়ে পরীক্ষার্থীরা। 

যদিও বুড়িরহাট চৌপথিতে বিরাট সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিলো।