Teacher Recruitment Scam: নবম-দশম নিয়োগ দুর্নীতিতে CBI-র তদন্তে ক্ষোভ প্রকাশ বিচারপতির 



highcourt



নবম-দশম নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে সিবিআইয়ের কাজে ক্ষোভ প্রকাশ করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। নবম – দশম নিয়োগ দুর্নীতির মামলায় ( Recruitment Scam ) বিচারপতি বিশ্বজিৎ বসুর ভর্ৎসনার মুখে আগেও পড়েছিল সিবিআই ( CBI ) । সোমবার ফের ভর্ৎসনার মুখে পড়তে হল বিচারপতি বিশ্বজিৎ বসুকে। আদালতের প্রশ্ন, 'চক্রান্তকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?'নবম দশম মামলায় সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।




কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিচারপতি প্রশ্ন করেন, 'যাঁরা টাকা দিয়েছেন এবং নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন? ... যাঁরা ওএমআর শিট বিকৃত করেছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?' নবম দশম মামলায় সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।