Dinhata Rajbanshi Utsav 2023 : পঞ্চম বর্ষ দিনহাটা রাজবংশী উৎসব ২০২৩ এর শুভসূচনা
দিনহাটা:
দুদিন ব্যাপী পঞ্চম বর্ষ দিনহাটা রাজবংশী উৎসব ২০২৩ (Dinhata Rajbanshi Utsav 2023) উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল।
সোমবার সকালে এই শোভাযাত্রা দিনহাটা সংহতি ময়দান থেকে বেরিয়ে শহর পরিক্রমা করে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ একাধিক বিশিষ্ঠ জনেরা।
এদিন এই শোভাযাত্রায় রাজবংশী জাতির মানুষ থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়। এদিন সেই শোভাযাত্রা সংহতি ময়দানে ফিরে এসে ঠাকুর পঞ্চানন বর্মা ও বিশ্ব মহাবীর চিল্লারায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী উদয়ন গুহ ও NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেস্বরী,দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আওয়াল, উৎসব কমিটির সভাপতি বিবেকানন্দ সিং,সম্পাদক অশোক রায়,মহাদেব বর্মন, বিষ্ণু কুমার সরকার, অজিত চন্দ্র বর্মন, অনন্ত বর্মণ।
শোভাযাত্রার পর সাংস্কৃতিক মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপশি সংশ্লিষ্ট মাঠে মাশান পূজার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মূলত রাজবংশী সমাজের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা যায়।
বিস্তারিত দেখুন ভিডিওতে- https://youtu.be/iLb-Yo8OGNA
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊