Latest News

6/recent/ticker-posts

Ad Code

বুড়িরহাট কান্ডের পর দিনহাটায় আসছেন সুকান্ত, আগামীকাল মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা

বুড়িরহাট কান্ডের পর দিনহাটায় আসছেন সুকান্ত মজুমদার 

sukanta majumder



কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি ঘিরে হামলার অভিযোগ উঠেছে। উত্তপ্ত হয়েছে এলাকা। আতঙ্কিত সাধারণ মানুষজন। ইতিমধ্যে রাজভবন থেকে কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল। এবার সেই দিনহাটায় আসতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

সোমবার রাতেই তিনি দিনহাটার উদ্দেশে রওনা দেবেন বলে জানান। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘‘মঙ্গলবার দিনভর দিনহাটার রাস্তায় রাস্তায় ঘুরব, দেখি তৃণমূলের কত দুষ্কৃতী আছে।’’

মঙ্গলবার সকালেই দিনহাটায় আসবার কথা সুকান্তের। নিশীথকে সঙ্গে নিয়ে তিনি দিনহাটায় ঘুরবেন। শনিবারের ঘটনায় যাঁরা আহত হয়েছেন, সেই সব বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সঙ্গে কথা বলবেন সুকান্ত।

এদিকে আগামীকাল রয়েছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। গত ২৫ তারিখ মাধ্যমিকের ভূগোল পরীক্ষার দিন উত্তপ্ত হয়ে উঠে বুড়িরহাট । বুড়িরহাটে ছিলো মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। ফলে পরীক্ষা শেষে বাড়ি ফিরতে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা । সেই আতঙ্ক কাটতে না কাটতেই আগামীকাল  রাজ্য বিজেপি সভাপতি দিনহাটায় আসছেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code