পড়াশোনা করতে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের শোকের ছায়া ধুপগুড়িতে

Deadbody



জলপাইগুড়ি, জয়ন্ত বর্মণ


রাজস্থানের কোটায় পড়াশোনা করতে গিয়ে মৃত্যু ধূপগুড়ির ছাত্রের। ছয়তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ছাত্রের।মৃত ছাত্রের নাম ইশানাংশু ভট্টাচার্য।তার বাড়ি ধূপগুড়ি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।বর্তমানে মাষ্টার কোয়ার্টার পাড়ার বাসিন্দা। মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, সর্ব ভারতীয় নিট প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে প্রায় ছয় মাস আগে ধূপগুড়ি থেকে কোটায় গিয়েছিল ইশানাংশু।বৃহস্পতিবার রাতে বন্ধুদের সাথে হোস্টেলের ব্যালকনির ছয়তলাতে গল্প করছিল সে।এরপর আচমকাই ঘটল অঘটন!জুতো পড়তে গিয়ে ব্যালকনিতে লাগানো জালে হেলান দিতে গিয়ে আচমকাই জাল খুলে ছয়তলা থেকে নীচে পড়ে যায় ইশানাংশু।সেই মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে হোস্টেলের সিসিটিভি ফুটেজে।কোটার প্রশাসনের তরফে মৃত্যুর সংবাদ জানানো হয় পরিবারকে।ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি পরিবারের লোকেরা ছুটে যায় রাজস্থানের কোটায়।রবিবার ইশাংশুর নিথর দেহ নিয়ে পরিবারের লোকেরা বিমানে বাগডোগরা নিয়ে আসে।এরপর সড়ক পথে তার দেহ নিয়ে আসা হয় বাড়িতে।দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন।শেষ বারের মতো ইশাংশুকে দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।ইতিমধ্যেই এই মেধাবী ছাত্রের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ধূপগুড়ি জুড়ে।