DA Hike : সুখবর! বাড়তে পারে সরকারি কর্মীদের ডিএ!




কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। বাড়তে চলেছে ডিএ। একদিকে তখন রাজ্য সরকারি কর্মীরা ডিএ-র দাবিতে আন্দোলন করছে। প্রতিকী আন্দোলন করছে। এর মাঝেই কেন্দ্রীয় সরকারি ডিএ বৃদ্ধির সম্ভাবনা। ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা বাড়াতে পারে কেন্দ্র। এর জেরে এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী (Central Government Employees) এবং পেনশনভোক্তা উপকৃত হবেন।



উচ্চ মুদ্রাস্ফীতির জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে ফলে কর্মীদের পাশে দাঁড়ায় সরকার। দেওয়া হয় ভাতা। কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী নির্ধারণ করা হয় ডিএ। শ্রম মন্ত্রকের বিভাগ লেবার ব্যুরোর তরফে প্রতি মাসে প্রকাশ করা হয় এই সূচক। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৪শতাংশ বাড়ালে ডিএ হবে ৪২ শতাংশ। 


স্বাভাবিক ভাবেই ডিএ বৃদ্ধি পেলে খুশি হবে কর্মীরা। অল ইন্ডিয়া রেলওয়েমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র জানান, ৪ শতাংশ বাড়িয়ে ডিএ করা হতে পারে ৪২ শতাংশ। অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ ডিএ বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করবে। সেই প্রস্তাব অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার সামনে রাখা হবে।