নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বাগদার ‘রঞ্জন’


CBI raids


নিয়োগ দুর্নীতি মামলায় (WB Scam News) এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার বাগদার ‘রঞ্জন’। নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার নিজাম প্যালেসে ডেকে রঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতকে আজই আলিপুর আদালতে পেশ করা হয়েছে। তাকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে সিবিআই।



নিয়োগ দুর্নীতিতে (WB Scam News) রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সোশ‌্যাল মিডিয়ায় প্রথম উত্তর ২৪ পরগনার বাগদার ‘রঞ্জনে’র নাম সামনে আনেন। তাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। 

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে সিবিআই রঞ্জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তারপর থেকে রঞ্জনকে একাধিকবার তলব করে সিবিআই। ‘রঞ্জন’ দাবি করেন, তাঁকে উপেন বিশ্বাস ফাঁসিয়েছেন মাত্র। তাঁর সঙ্গে এই দুর্নীতির কোনও সম্পর্ক নেই।