Latest News

6/recent/ticker-posts

Ad Code

Anubrata Mandal : ভক্তের আবেদন শোনেননি ভগবান! অনুব্রত মন্ডলের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ

ভক্তের আবেদন শোনেননি ভগবান! অনুব্রত মন্ডলের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ

anubrata mandal fan



গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হল। সকাল থেকেই আদালত চত্বর ও আসানসোলের বিশেষ সংশোধনাগারে পুলিশের তৎপরতা দেখা যায়।


তবে দুবরাজপুর থেকে এদিন রজত গোরাই নামে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) এক অনুগামী সংশোধনাগার ও আদালত আসেন। তার জামায় অনুব্রত মণ্ডল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিলো। তিনি পেশায় দুবরাজপুর পৌর নিগমের কর্মী।


তিনি এদিন জানান অনুব্রত মণ্ডল (Anubrata Mandal) নির্দোষ। ভগবানের কাছে পুজো দিয়ে তার সঙ্গে দেখা করতে এলাম।আমি চাই ওনার যেনো আজ বেল হয়ে যায়।


কিন্তু ভক্তের আবেদন শোনেননি ভগবান! অনুব্রত মন্ডলের (Anubrata Mandal) ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।


শুক্রবার আসানসোল বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী এই নির্দেশ দিয়েছেন। এদিন গরু পাচারকান্ডে অনুব্রত মন্ডলকে (Anubrata Mandal) আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল।যদিও অনুব্রতর আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়নি। এমনকি বোলে বম রাইস মিলে অ্যাকাউন্ট ওপেন নিয়ে শুনানি ছিল। কিন্তু কোনো ত্রুটির কারণে তার শুনানি পরবর্তী শুনানি 3 রা মার্চ করা হয়েছে।


দুপক্ষের শুনানি শেষে বিচারক অনুব্রত মন্ডলকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি 3 রা মার্চ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code