মন্ত্রীর ডাকে মিছিলে যাওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে 

Dinhata News


দিনহাটা

মন্ত্রীর ডাকে ভেটাগুড়িতে মিছিলে যাওয়ায় তৃণমূল কর্মীর বাড়িতে ভাংচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শনিবার ভোর আনুমানিক চারটে নাগাদ ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রুইয়েরকুঠি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী বিপুল বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। 



প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ডাকে ভেটাগুড়িতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়, সেখানেই মিছিলে যোগ দেন বিপুল বর্মন। আর সেই মিছিলে পর শনিবার ভোরে তৃণমূলকর্মী বিপুল বর্মনের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃণাল বর্মনের বাড়িতেও দুষ্কৃতীরা হামলা চালানোর অভিযোগ ওঠে। 



এই বিষয়ে মৃণাল বর্মন বলেন বিজেপির হার্মাদরাই এই চেষ্টা চালায়। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির কোচবিহার জেলা কমিটির সদস্য জয়দীপ ঘোষ। তিনি বলেন তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহে এই ঘটনা ঘটেছে।