Madhyamik Exam: মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হল একই স্কুলের তিন ছাত্রী

Madhyamik Exam


মাধ্যমিক পরীক্ষা দিতে এসে অসুস্থ হল একই স্কুলের তিন ছাত্রী। অসুস্থ তিন ছাত্রী হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিল।



শনিবার পূর্ব বর্ধমানের ভাতারের ওড়গ্রাম চতুষ্পল্লী হাইমাদ্রাসার তিন ছাত্রী নাসিমা খাতুন,নাসরিন সুলতানা ও মমতাজ খাতুন বর্ধমান হাইমাদ্রাসায় পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শুরুর আগেই নাসিমা খাতুন অসুস্থ বোধ করায় তাকে স্কুলেই প্রাথমিক চিকিৎসা করা হয়।



একটি রিজার্ভ রুমে তার চিকিৎসা চলার সময় আরও দুই ছাত্রী নাসরিন সুলতানা ও মমতাজ খাতুনও অসুস্থ বোধ করায় তাদের একই রুমে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার পরও তারা অসুস্থ বোধ করায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া স্কুল কর্তৃপক্ষের তরফে । সেখানে তাদের চিকিৎসার পর হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। 



ওড়গ্রাম চতুষ্পল্লী হাইমাদ্রার শিক্ষক সেখ আনোয়ারুল হক জানান, ছাত্রীদের স্কুলেই প্রাথমিক চিকিৎসা করার পর তাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখানকার ডাক্তারবাবুরা জানিয়েছেন, আগে থেকেই সিমটম ছিল টেনশনের কারণে অসুস্থ হয়েছে ছাত্রীরা বলে জানান শিক্ষক । আপাতত তারা অনেকটাই সুস্থ এবং বর্ধমান হাসপাতালের জরুরী বিভাগের আপৎকালীন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে বসেই তারা পরীক্ষা দিচ্ছে। শনিবার মাদ্রাসার আরবি ভাষার পরীক্ষা ছিল। অসুস্থ ছাত্রীদের বাড়ি ওড়গ্রাম ও ওড়গ্রাম সংলগ্ন এলাকায় বলে স্কুলের পক্ষ থেকে জানা গেছে।



অভিভাবক সাজু জামাল শা বলেন, স্কুলের শিক্ষকরা খবর দেন, যে মেয়ে অসুস্থ। সঙ্গে সঙ্গে খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটে আসি।তবে তার মেয়ে সহ বাকীরা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে। তারা সবাই ভালো আছে।