দুর্ঘটনার কবলে যাত্রীবাহি বাস, আশঙ্কাজনক ৭,   আহত ২০ 

accident





রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া গ্লাস কারখানার সামনে পথ দুর্ঘটনা।দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন।

accident

আসানসোল মাইথন মিনি বাস সালানপুর দিকে যাবার পথে গ্লাস কারখানার সামনে দ্রুতগতিতে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে। তাতে মিনি বাসের কেবিনে বসে থাকা প্রায় সাতজন গুরুতর আহত হন এবং প্রায় ২০জন আহত হয়।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে সালানপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

accident

মিনিবাস চালক পালিয়ে যায় এবং বাসের খালাসি আহত হয় বলে খবর।