Calcutta Highcourt: মাধ্যমিকের পরেই ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল! বড় মন্তব্য বিচারপতির
রাজ্য জুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই ৯৫২ জন শিক্ষকের ভাগ্য নির্ধারন। এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।
নবম দশম শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় ৯৫২ জন শিক্ষকের ভাগ্য ঝুলছে। তাঁদের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ডিভিশন বেঞ্চে মামলাগুলি বিচারাধীন। রায়ের অপেক্ষা চলছে। বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে। শিক্ষকদের চাকরি বাতিল হলে সমস্যা তৈরি হবে। রায় আসতে আসতে পরীক্ষা শেষ হবে। ডিভিশন বেঞ্চের রায়ের উপরেই আদালত পরবর্তী পদক্ষেপ করবে।
ওএমআর শিট বিকৃতির অভিযোগ ওঠে সেই মামলায় ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। সিবিআই তদন্ত সহ একাধিক নির্দেশ দেন বিচারপতি। এর সেই মামলা বিশ্বজিৎ বসুর সিঙ্গল বেঞ্চে স্থানান্তর হলে ৮০৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। এরপর সেই মামলা ডিভিশন বেঞ্চে। এখোনো ডিভিশন বেঞ্চে এই মামলার রায়দান হয়নি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊