সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে

manish sisodia


সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। রবিবার বগারি দুর্নীতি মামলায় প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে গ্রেফতার করলো সিবিআই। সিসৌদিয়ার গ্রেফতারিকে 'গণতন্ত্রের জন্য কালো দিন' বলে বর্ণনা করেছে আম আদমি পার্টি (আপ)।




মনীশ সিসৌদিয়া গ্রেফতার হবেন তা আগেই জানা গিয়েছিল। রবিবার সেই আশঙ্কাই সত্যি হল। গত রবিবার সিসৌদিয়াকে আবার তলব করে সিবিআই। কিন্তু, বাজেট প্রস্তুতির জন্য গত রবিবার হাজিরা দেননি তিনি। দিল্লি সরকারের অর্থ দফতরের দায়িত্ব রয়েছে মণীশের। তাই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তুত করার কাজে ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছিলেন সিসৌদিয়া। এর পর এই রবিবার তাঁকে আবার তলব করা হয়েছিল।



এদিন টানা জেরার পর গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালের ডেপুটিকে।