Madhyamik English Exam 2023: প্রশ্ন ফাঁস !  মাধ্যমিকের ইংরাজী পরীক্ষা কি বাতিল হবে! 

Madhyamik English Exam 2023




মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় দিন ছিল ইংরাজী পরীক্ষা (Madhyamik English Exam 2023 )। এবার সেই ইংরাজী পরীক্ষার (Madhyamik English Exam 2023 ) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। দুপুরে একটি প্রশ্নপত্রের ছবি শেয়ার করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই অভিযোগ তোলেন। পরীক্ষা শেষের আগেই সোশাল মিডিয়ায় পরীক্ষার প্রশ্ন ঘুরে বেড়ানোর অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এমনকি তিনি টুইট করলেন সোশাল মিডিয়ায় ভাইরাল সেই প্রশ্নপত্রের ছবি।



টুইটারে বিজেপি রাজ্য সভাপতি লেখেন, 'আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।' 

শুধু সুকান্ত মজুমদার নন সৃজন মুখোপাধ্যায় লেখেন, 'মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল? দ্রুত খোলসা করুক পর্ষদ। এসবের মধ্যেও কোনও কুন্তল তাপস মানিক লুকিয়ে নেই তো?'


পরীক্ষা শেষের পর দেখা যায় সুকান্ত মজুমদারের পোস্ট করা ছবির সঙ্গে মিলে যায় মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন (Madhyamik English Exam 2023 )! আর যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চর্চা। 

ইংরেজির প্রশ্নপত্র (Madhyamik English Exam 2023 ) নিয়ে জল্পনা উস্কে দিলে বিজেপি নেতা। অবশ্য এই বিষয় নিয়ে পর্ষদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি বলেই খবর। ফলে ইংরেজি পরীক্ষা বাতিল ঘোষণা করবে কিনা তা পর্ষদের বক্তব্যের পরেই স্পষ্ট হবে।