Dearness Allowance : নবান্ন প্রকাশ করলো মেমোরান্ডাম, ২ কিস্তির ৬ শতাংশ ডিএ মিলবে ১ মার্চ থেকে






বাজেট অধিবেশনের দিন মুখ্যমন্ত্রীর পাঠানো চিরকুট পড়ে ৩ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance)-র ঘোষণা করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত ১৫ ফেব্রুয়ারির সেই ঘোষণার পর আজ শুক্রবার সন্ধ্যায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল নবান্ন।




জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, সরকার অনুমোদিত স্বশাসিত সংস্থা, সরকার অধিগৃহীত সংস্থা, পঞ্চায়েত কর্মী, পুরসভা, পুর নিগম এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করছে রাজ্য সরকার। ১ মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন কর্মীরা।




২০২১ সালের জানুয়ারি মাসে ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এ বারের বাজেটে আরও ৩ শতাংশ যুক্ত হয়েছে। তাই মার্চ মাস থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরাকরি কর্মীরা।




সরকারী কর্মচারীদের একাংশের বক্তব্য- "আজ পর্যন্ত এমন ভাষার সরকারি অর্ডার দেখিনি। Current effect 3% না লিখে Apparently জনগণকে বিভ্রান্ত করতে total 6% দিয়ে অর্ডার বের করেছে। ভাষাগত বিভ্রান্তি রয়েছে।Clause 5(a) and 5(b) তে স্পষ্ট যে 3% দিয়েছে।"


অপরদিকে MEMORANDUM প্রকাশিত হলেও নিজদের অবস্থান থেকে সরেনি সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী ১০ মার্চ রাজ্য জুড়ে ধর্মঘটের প্রচারে ব্যস্ত মঞ্চ। ৬ শতাংশ নয়, সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এইটাই তাদের বক্তব্য।


MEMORANDUM

MEMORANDUM

MEMORANDUM