Madhyamik Exam : পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী 


students on bed



পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন দিনহাটার আমবাড়ী গার্লস হাই স্কুলে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই পরীক্ষার্থীর নাম অজয় অধিকারী। পরে ওই পরীক্ষার্থী দিনহাটা মহকুমা হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিয়েছে। এদিন ছিল মাধ্যমিকের বাংলা পরীক্ষা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের ছাত্র অজয় অধিকারী। তার পরীক্ষার ভেনু ছিল দিনহাটার আমবাড়ি গার্লস হাই স্কুলে। এদিন অজয় বাড়ি থেকে বের হয়ে যথা সময় আমবাড়ী গার্লস হাই স্কুলে পরীক্ষা দিতে যায়। হঠাৎই ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকেই দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। চিকিৎসকের চিকিৎসার পর কিছুক্ষণের মধ্যেই ওই ছাত্র কিছুটা সুস্থ বোধ করে। পরে তাকে হাসপাতালের বেডেই পরীক্ষার ব্যবস্থা করা হয়। হাসপাতলে বেডে বসেই সে পরীক্ষা দেয়।

এ বিষয়ে মাধ্যমিক পরীক্ষার দিনহাটা মহকুমা কনভেনার শিক্ষক মানস চক্রবর্তী জানান, দিনহাটার নিগমনগর নিগমানন্দ সারস্বত বিদ্যালয়ের ছাত্র অজয় অধিকারী পরীক্ষার ভেনু ছিল আমবাড়ী গার্লস হাই স্কুলে। পরীক্ষা শুরু হওয়ার বেশ কিছু সময় আগে সে পরীক্ষার ভেনুতে পৌঁছায়। সেখানে হঠাৎ-ই ওই ছাত্রের পেটের ব্যাথা শুরু হয়। সঙ্গে সঙ্গে ওই পরীক্ষার্থীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই ওই পরীক্ষার্থী কিছুটা সুস্থতা বোধ করে। ফলে তাকে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়।

এদিকে এদিন দিনহাটা মহকুমা জুড়ে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমার সাতটি কেন্দ্রে মোট ৫৮৭৪ জন পরীক্ষার্থী রয়েছে। ২৬ টি ভেনুতে এই পরীক্ষা চলছে। এবছর মাধ্যমিক পরীক্ষায় দিনহাটা মহকুমায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যা ২৪৭১ জন এবং ছাত্রী সংখ্যা ৩৪০৩ জন। মহকুমায় যে পরীক্ষা সেন্টার গুলি রয়েছে সেগুলি হল নাজিরহাট হাই স্কুল, চৌধুরীহাট হাই স্কুল, সাহেবগঞ্জ হাইস্কুল, পেটলা হাই স্কুল, গোপালনগর এম এস এস হাই স্কুল, সোনিদেবী জৈন হাই স্কুল এবং সিতাই হাই স্কুল।

পরীক্ষার্থীরা যাতে ভেনুগুলিতে সঠিকভাবে পৌঁছতে পারে তার জন্য অতিরিক্ত গাড়ির ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।