ভুল চিকিৎসায় মৃত একাদশ শ্রেণির ছাত্রী ! চিকিৎসকের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ 

ভুল চিকিৎসায় মৃত একাদশ শ্রেণির ছাত্রী



রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-

চিকিৎসকের ভুল চিকিৎসা জেরেই মৃত্যু হল নাবালিকার ঠিক এমনি অভিযোগ তুলে চিকিৎসকের বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখালো মৃতের পরিবারের সদস্য ও স্থানীয়রা।

ডাক্তারের বাড়িতে ও ক্লিনিকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ।মৃত নাবালিকার নাম শুক্লা মণ্ডল, (১৭)বারাবনি বিধানসভার লালগঞ্জের বাসিন্দা।

ঘটনা স্থলে পরিস্থিতির সামাল দিতে ছুটে আসে কন্যাপুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী।

মৃত নাবালিকার মা রিঙ্কু মণ্ডলের অভিযোগ সামান্য শরীর খারাপ নিয়ে গত ২৯শে জানুয়ারি রবিবার লালগঞ্জের স্থানীয় ডাক্তার দ্বিজেন ভূঁই এর কাছে নিয়ে আসা হয় তারই মেয়ে শুক্লা মণ্ডলকে। ডাক্তার ঠিকমত চিকিৎসা না করেই কিছু ওষুধ একটি ইনজেকশন দেয়। তারপর থেকেই শুক্লা মণ্ডলের শরীর আরো খারাপ হয়ে পড়ে।তার মুখ থেকে ফেনা বার হতে থাকে ও প্রচুর জ্বর আসে। তড়িঘড়ি অসুস্থ অবস্থায় শুক্লা মণ্ডলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার আরও অবনতি ঘটলে তাকে দুর্গাপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বিকেলে মৃত্যু হয় শুক্লার।

তবে মৃতার মা রিঙ্কু মণ্ডল আরও এক বড় অভিযোগ করেন জেলা হাসপাতালের এক চিকিৎসক তাদের নাকি জানিয়েছেন ভুল চিকিৎসা করা হয়েছে তার মেয়ে শুক্লাকে।

তবে স্থানীয় ও পরিবারের তরফে অভিযোগ তোলা হয় এই ডাক্তার নাকি ভুয়ো। এর আগেও দুইবার ঠিক এমন ঘটনা ঘটেছে। তারা দাবি জানান এমন ডাক্তারকে কঠোর শাস্তি দেওয়া হোক।




তবে এই বিষয়ে মুখ খোলেনি ডাক্তার দ্বিজেন ভূঁই , তবে অনেক প্রশ্নের পরে ডাক্তার দ্বিজেন ভূঁই এর পূত্র চন্দন ভূঁই বলেন দিন কয়েক আগে চিকিৎসার জন্য ওই মেয়েকে নিয়ে আসা হয়। বাবা সাধারণ চিকিৎসা করেন। তারপর তারা আরও অনেকে জায়গায় চিকিৎসা করিয়েছে কিন্তু দোষ বাবাকে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন বাবা প্রাইভেট ডাক্তার এবং তার কাছে ডাক্তারের সমস্ত কাগজ রয়েছে তিনি কোনো ভুয়ো চিকিৎসক নন।