Cyber security : স্কুলপাঠ্যে আসছে সাইবার ক্রাইম, জানালেন সংসদ সভাপতি

Cyber security



কলকাতা: যত সময় যাচ্ছে ততই আমরা ডিজটাল জীবন আপন করে নিচ্ছি। শুধু আর্থিক লেনদেন বা সরকারি কাজকর্ম নয়, সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও এখন বড় মাধ্যম হয়ে উঠেছে ডিজিটাল মাধ্যম। যতই দিন যাচ্ছে ততই ডিজিটাল মাধ্যমে জড়িয়ে পড়ছি আমরা। আর সাইবার দুর্বৃত্তরা তারই সুযোগ কাজে লাগিয়ে জালিয়াতির পসরা সাজাচ্ছে। আর তাই এই বিষয়ে সচেতন করতে এবার স্কুল পাঠ্যে আসতে চলেছে সাইবার অপরাধ বিষয়ক আলোচনা।


প্রসঙ্গত গত শনিবার স্কুল পড়ুয়াদের এ বিষয়ে সচেতন করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছিলো কলকাতার হিন্দু স্কুলে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এখানেই তিনি জানান, ‘আজকের দিনের প্রেক্ষাপটে এটি অত্যন্ত সময়োপযোগী কর্মসূচি। আগামী দিনে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচির মধ্যেও সাইবার ক্রাইম বিষয়টি অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে।'


কোভিড অতিমারি পরবর্তী সময়ে যখন মোবাইল ফোনের ব্যবহার ভীষণ ভাবে বৃদ্ধি পেয়েছে, সেই সময়ে সাইবার ক্রাইমের ঘটনাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এরফলে প্রয়োজন হচ্ছে চূড়ান্ত সতর্কতার। এই পরিপ্রেক্ষিতে পাঠ্যসূচীতে সাইবার ক্রাইম বিষয়ের অন্তর্ভূক্তি একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছে শিক্ষানুরাগী মানুষজন।