Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking : কোচবিহার আদালতে তাজা গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনা বাহিনী

Breaking : কোচবিহার আদালতে তাজা গ্রেনেড, নিষ্ক্রিয় করল সেনা বাহিনী


grenade found on coochbehar



কোচবিহার: বড়সড়ো বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেল কোচবিহার আদালত। রবিবার সকালে আদালত চত্বরে থাকা একটি গ্রেনেড নিষ্ক্রিয় করল ভারতীয় সেনাবাহিনী।

কোতোয়ালি পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের মালখানায় প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে পড়ে থাকা গাঁজার বিভিন্ন প্যাকেটের একটি প্যাকেটে তিনদিন আগে সেই গ্রেনেড লক্ষ্য করে পুলিশ।

grenade found on coochbehar

সেটি গ্রেনেড বুঝতে পেরে তাঁরা সঙ্গে সঙ্গে ভারতীয় সেনাবাহিনিকে খবর দেন। এরপর রবিবার সকালে বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর ১০-১৫ জন সদস্যের একটি দল এসে আদালতের ওই মালখানা ঘরেই উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই গ্রেনেড নিষ্ক্রিয় করে।

তাঁরা এতটাই নিখুঁতভাবে দক্ষতার সঙ্গে কাজ করেছে যে আদালতের কোনও ঘরের বিন্দুমাত্র ক্ষতি হয়নি। এদিন বোমা নিষ্ক্রিয় করার আগে গোটা সাগরদিঘি চত্বর ঘিরে রেখেছিল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

তবে এই নিয়ে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কেন্দ্রসরকারের নজরদারী নিয়ে প্রশ্ন তোলেন।

বিস্তারিত আসছে ভিডিওতে- Video News 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code