কেঁপে উঠলো ভূস্বর্গ, রিখটার স্কেলের মাত্রা ৩.৬

Earthquake




শুক্রবার কেঁপে উঠলো ভূস্বর্গ, রিখটার স্কেলের মাত্রা ৩.৬। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রিয়াসি (Reasi) জেলার কাটরা (Katra) বেল্টে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে খবর। তবে ক্ষয়ক্ষতির কোনো রুপ খবর পাওয়া যায়নি।




ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, সকাল ৫.০১ মিনিটে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ যথাক্রমে ৩৩.১০ ডিগ্রি এবং ৭৫.৯৭ ডিগ্রি।


১৩ ফেব্রুয়ারি সিকিম রাজ্যে ভোরে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভোর ৪.১৫ মিনিটে সিকিমের ইউকসোমে ভূমিকম্প হয়।