IPL 2023: IPL-এ বড় দায়িত্বে ঝুলন, মুম্বাই ইন্ডিয়ান্সের মেন্টর ও বোলিং কোচ
২০২৩-এ বসতে চলেছে মহিলাদের প্রথম আইপিএল। ক্রিকেটে মাতোয়ারা ভারতে পুরুষ আইপিএলের জনপ্রিয়তা তুঙ্গে। এবার মহিলাদের আইপিএল বসতে চলেছে। এবার মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাবে ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami)। বাংলার প্রাক্তন তারকা মহিলা পেসারকে মুম্বই ইন্ডয়ান্স (Mumbai Indians) তাদের বোলিং কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ করেছে।
মুম্বই ইন্ডয়ান্স (Mumbai Indians) কোচিং স্টাফদের নাম প্রকাশ করেছে-
প্রধান কোচ- প্রাক্তন ইংরেজ ক্যাপ্টেন চার্লট এডওয়ার্ডসকে
ব্যাটিং কোচ- প্রাক্তন ভারতীয় মহিলা ক্রিকেটার দেবিকা পালসিক্কার
নীতা আম্বানি বলছেন, ''ঝুলন, চার্লট প্রত্যেককেই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু মেয়েরা এখন খেলার মাঠেই এগিয়ে আসছে না, বরং কোচিং স্টাফ হিসেবেও তাঁরা কাজ করছেন। ভারতের মহিলা ক্রীড়ার জন্য খুব ভাল সময় চলছে।''
দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে বাংলার প্রাক্তন পেসার, কিংবদন্তি ঝুলন গোস্বামীকে (Jhulan Goswami) মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ঝুলন। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দলে বড় দায়িত্ব নিতে চলেছেন। আর এই খবর জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊