World Cup 2026: ২০২৬-এর বিশ্বকাপ খেলবেন মেসি? দিলেন উত্তর


Messi



২০২২-এ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করেছে মেসির আর্জেন্তিনা। সেই মায়াবী রাতে বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন পূরণ হয়েছে লিও-র। তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জিতে নিয়েছে আর্জেন্তিনা (Argentina Football Team)। আর বিশ্বকাপ জয়ের পর দেশের জার্সিতে খেলা চালিয়ে যাওয়ার কথাও শোনা গিয়েছিল মেসির মুখে। এরপরেই আগামী বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার জবাব দিলেন মেসি নিজেই।



এক সাক্ষাৎকারে মেসি বলেন, 'আমার যা বয়স, তাতে ২০২৬ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়াটা বেশ কঠিনই হবে। আমি ফুটবল খেলতে ভীষণই ভালবাসি। যতক্ষণ পর্যন্ত আমার শরীর স্বাস্থ্য ভাল থাকছে এবং আমি বিষয়টা উপভোগ করছি, ততদিন আমি খেলা চালিয়ে যাব। পরের বিশ্বকাপ তো এখনও অনেকটা দেরি। সবটাই আমি কেমন খেলছি, আমার কেরিয়ার ঠিক কোথায় দাঁড়িয়ে, তার ওপর নির্ভরশীল।'



এই মুহুর্তে মেসির বয়স ৩৫ বছর। ২৪শে জুন ৩৬-এ পা দেবেন মেসি। আর আগামী বিশ্বকাপ আসতে আসতে মেসির বয়স হবে ৩৯। গত বিশ্বকাপ শুরুর আগেই শেষ বিশ্বকাপ খেলার আভাস দিয়েছিলেন মেসি। যদিও বিশ্বকাপ জয়ের পর দেশের জার্সিতে আরো খেলার আগ্রহ প্রকাশ করেন মেসি। অন্যদিকে আর্জেন্তিনার কোচ স্কোলনি মেসিকে আরো খেলার অনুরোধ করেছেন। এখন দেখা যাক কি হয় আগামীদিনে।