বিজেপির বাড়ি ঘেরাও হুঁশিয়ার নিয়ে জনসংযোগ যাত্রায় কি প্রতিক্রিয়া উদয়নের?



আমার বাড়ি ঘেরাও করবে বিজেপি, জানতে পেরে খুশি হয়েছি। আমার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে তা জানতে পারবো। এছাড়াও কারা কারা আমার বাড়ি ঘেরাও করতে আসে তা দেখার ইচ্ছে থাকলো। শুক্রবার দিনহাটা ২ নম্বর ব্লকে সাহেবগঞ্জে জনসংযোগ যাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এ কথা বলেন।



বিজেপি দলের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের বিরুদ্ধে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাড়ি ঘেরাওয়ের হুঙ্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দিনহাটার ভেটাগুড়ি বাজারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশিথ প্রামানিকের বাড়ি ঘেরাও- এর প্রতিবাদে মিছিল করে বিজেপি। নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা নেতা জয়দীপ ঘোষ, বিজেপির দিনহাটা শহর মন্ডল সভাপতি অজয় রায় প্রমুখ। মিছিল চলাকালীন বিজেপি নেতা, জয়দীপ ঘোষ বলেন, ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের বিরুদ্ধে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের বাড়ি ঘেরাও করা হবে। কারণ, শান্ত ভেটাগুরিকে অশান্ত করে তুলেছে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি নেতার বাড়ি ঘেরায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ।



এদিন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকায় যান। তিনি সাহেবগঞ্জে দিনহাটা ২ নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে গিয়ে দপ্তরের কাজ কর্মের খোঁজ খবর নেন। ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের সঙ্গেও কথা বলেন এবং অফিসে এসে সাধারণ মানুষ যাতে কোন রকম হয়রানি না হয় তার জন্য সঠিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দেন।



মন্ত্রী উদয়ন গুহ সাহেবগঞ্জ সীমান্তের বেশ কিছু এলাকায় সাধারণ মানুষকে নিয়ে বৈঠক করেন। মন্ত্রীকে পেয়ে সীমান্তের মানুষ বিএসএফের অত্যাচারে বিষয় তুলে ধরে বলেন, বিএসএফ সীমান্তের মানুষকে মারধর করছে। তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। মন্ত্রী উদয়ন গুহ বিএসএফের বিরুদ্ধে থানায় এফ আই আর করার পরামর্শ দেন। এদিন তার সঙ্গে ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য প্রমূখ।