1911 এর বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের


highcourt



কলকাতা হাইকোর্টের নির্দেশে Group D পদে চাকরি হারিয়েছেন ১৯১১জন কর্মী। বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। বেতন ফেরতের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে যায় কোর্টে বরখস্ত কয়েকজন কর্মী। এদিন ডিভিশন বেঞ্চ হাইকোর্টের বেতন ফেরতের নির্দেশ উপরে স্থগিতাদেশ দিল। ওই মামলায় বাকী নির্দেশ বহাল থাকছে। পরবর্তী শুনানি হবে আগামী ৩ মার্চ।



নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। তার মধ্যেই গ্রুপ-ডি মামলায় চাকরি যায়  ১ হাজার ৯১১ জনের। সুপারিশ প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করে কমিশন। শুধু তা-ই নয়, এই ১৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআই-কে, এমন নির্দেশও দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেওয়া হয় বেতন ফেরতের নির্দেশ। 



সিবিআইয়ের উদ্দেশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ১৯১১ জনের চাকরি বাতিল করা হল, যাদের চাকরি বাতল করা হল তাঁদের জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইকে। আজ থেকেই স্কুলে ঢোকা বন্ধ। এদের বেতন বন্ধ করার নির্দেশও বিচারপতি গঙ্গোপাধ্যায় দিয়েছেন।